দুর্গাপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সৌজন্যে গড়ে ওঠা দুর্গাপুর প্রেস ক্লাবের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল মঙ্গলবার। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় প্রমুখ। বছর ছয়েক আগেমুখ্যমন্ত্রী দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকে এলে দুর্গাপুরের সাংবাদিকরা দুর্গাপুরে একটি প্রেসক্লাব নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে জমি চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী জমি দেন।

এরপর সাংবাদিকরা তাকে অনুরোধ করেন, প্রেসক্লাবের ভবনটিও নির্মাণ করে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে সেই দায়িত্ব দেন। তিন তলা ভবন নির্মাণের কাজ কিছুদিন আগে শেষ হয়। মোট ব্যয় হয় প্রায় এক কোটি টাকা।মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই নবনির্মিত ভবনের চাবি প্রেসক্লাবের হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রেসক্লাব ভবন গড়ে উঠেছে। এর ফলে দুর্গাপুরের সাংবাদিকরা নিশ্চিন্তে তাদের কাজকর্ম করতে পারবেন।” আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন, “সাংবাদিকদের প্রতি এটি সরকারের তরফে নববর্ষের উপহার।”