দুর্গাপুর, ৩ জানুয়ারি :: নতুন বছরের শুরুতেই কনকনে শীতে কিছুটা জবুথবু বাঙ্গালী। শিল্প শহর দুর্গাপুরেও জাকিয়ে শীত পড়েছে। কিন্তু শহর এগিয়ে যাচ্ছে শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুকে উপেক্ষা করেই।আগামী ৫ জানুয়ারি থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত শহর দুর্গাপুরে মেগা স্পোর্টস ইভেন্ট আয়োজিত হতে চলেছে। এই স্পোর্টস কার্নিভালের আয়োজক দুর্গাপুর ক্লাব সমন্বয়। শিল্প নগরী দূর্গাপুর শিক্ষানগরির তকমা পেয়েছে, পরবর্তীতে দুর্গাপুর health hub হিসাবেও পরিচিতি পেয়েছে গোটা দেশজুড়ে। ক্লাব সমন্বয়ের হাত ধরে এবার কি দুর্গাপুর স্পোর্টস হাবের তকমাও পেতে চলেছে? এই মেগা স্পোর্টস ইভেন্টে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, বহু রকমের অ্যাথলিট ইভেন্টের তাক লাগানো আয়োজন হতে চলেছে আগামী কয়েকদিন ইস্পাত, লোহা, ইঁট,কাঠ, পাথরের শহরে। মোট ১২ রকমের বিভিন্ন খেলার আয়োজনে সারাদেশ থেকে নানান বয়সের ১৫ হাজার প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেবেন ক্রীড়াক্ষেত্রের এই রাজসূয় যজ্ঞে। ৫ জানুয়ারি এই স্পোর্টস কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুর্গাপুরের সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত সংগীত শিল্পী, সুরকার তথা বহু জনপ্রিয় বাংলা গানের স্রষ্টা অনুপম রায়। ৯ জানুয়ারি সকাল সাতটায় মেগা ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটাবেন ভারতবর্ষের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পাহাড়ি বিছে বাইচুং ভুটিয়া। আগামী ১৯শে জানুয়ারি এই স্পোর্টস কার্নিভালের শেষ দিনে বেশ কিছু আকর্ষক বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন হবে বলে জানান দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে।দুর্গাপুর ক্লাব সমন্বয়ের আহবায়ক তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত সাংবাদিকদের জানান “”এই প্রথমবার দুর্গাপুরের বুকে এত বড় স্পোর্টস কার্নিভাল হতে চলেছে। শুধু খেলাধুলার আয়োজন নয়, আগামী প্রজন্মের খেলোয়ারদের উৎসাহিত করতে মোটা অংকের পুরস্কার মূল্য থাকছে প্রত্যেকটি খেলায়। প্রায় 25 লক্ষ টাকা আর্থিক পুরস্কার থাকবে 12 রকমের বিভিন্ন খেলার জন্য।””সভাপতি সন্দীপ দে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “”দুর্গাপুর ক্লাব সমন্বয় শহরের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি আধুনিক প্রজন্ম যখন মোবাইল ফোনে আসক্ত হয়ে সবুজ মাঠকে ভুলতে বসেছে তাদের মাঠে টেনে নিয়ে আসার উদ্দেশ্যেই আমাদের এই স্পোর্টস কার্নিভালের আয়োজন।ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বহু দক্ষ খেলোয়াড়রা ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেট বল , দাবা এমনকি তাস খেলার আয়োজনে আসবে। আমরা চাই দুর্গাপুরের অভিভাবকরা তাদের সন্তান-সন্ততিদের নিয়ে এই স্পোর্টস ইভেন্টে এসে অংশ নিক। তাদের প্রেরণা জোগাতেই এত বড় আয়োজন। “”দুর্গাপুরের সিটি সেন্টারে শুধু কানহু ইনডোর স্টেডিয়ামে এবং ভগৎ সিং ক্রীড়াঙ্গনে এই বারো ধরনের ক্রীড়া অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। দুর্গাপুরের সমস্ত ইভেন্টের ক্রীড়া সংগঠকরা এই স্পোর্টস কার্নিভালে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই দুর্গাপুরে বেজে উঠলো উৎসবের দামামা। এবার ক্রীড়া উৎসব।
