দুর্গাপুরে শহীদ নিমাই অধিকারীকে শ্রদ্ধা, ৩৫তম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দুর্গাপুর, ১৩ জুলাই ২০২৫:দুর্গাপুর স্টিল প্ল্যান্ট চত্বরে অবস্থিত মেন গেটের শহীদ বেদীতে আজ ঠিকা শ্রমিক আন্দোলনের শহীদ নেতা কমরেড নিমাই অধিকারীর স্মরণে পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ১৯৮০ সালের ১৩ জুলাই তিনি কারখানার ঠিকা শ্রমিকদের ন্যায্য দাবি, জীবন জীবিকা ও সামাজিক নিরাপত্তার জন্য আন্দোলন করতে গিয়ে ঠিকাদার দের পোষা গুন্ডা এবং ম্যানেজমেন্ট এর একাংশের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে নিহত হন। তাঁর আত্মত্যাগের স্মরণে প্রতিবছর এদিন শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ ও কর্মীরা শহীদ বেদীতে সমবেত হন।আজকের অনুষ্ঠানে ইউনিয়নের রক্ত পতাকা উত্তোলন করেন এবং শহীদ বেদীতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান ইউনাইটেড কন্টাকটার্স ওয়ার্কার্স ইউনিয়নের কার্যকরী সভাপতি প্রকাশ তরু চক্রবর্তী, সাধারণ সম্পাদক নিমাই ঘোষ সিআইটিইউ নেতা বিপ্রেন্দু চক্রবর্তী, গণতান্ত্রিক আন্দোলনের বরিষ্ঠ নেতা মহাব্রত কুন্ডু , প্রাক্তন সাধারণ সম্পাদক সুবীর সেনগুপ্ত, টাউনশিপ ঠিকা শ্রমিক আন্দোলনের নেতা আশীষ তরু চক্রবর্তী এবং সিআইটি ইউ সর্বভারতীয় সম্পাদক ও স্টীল ওয়ারকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ললিতমোহন মিশ্র প্রমুখ। সকালের শহীদ বেদীতে মাল্যদান কর্মসূচির পরে প্রয়াত নেতা শহীদ কমরেড নিমাই অধিকারী এবং প্রয়াত পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল ও প্রয়াত মোহাম্মদ রফির নামে আয়োজিত ৩৫তম বার্ষিক ফুটবল টুর্নামেন্টেরও আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রবীণ ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা কমরেড সুখময় বোস প্রাক্তন বিধায়ক গণতান্ত্রিক আন্দোলনের নেতা কমরেড সন্তোষ দেব রায়, সর্বভারতীয় সি আই টি ইউ সম্পাদক স্টীল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক কমরেড ললিত মোহন মিশ্র , নবেন্দু সরকার সহ ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট নেতৃবৃন্দ। আয়োজক ইউ সি ডাব্লু ইউ নেতৃত্ব জানান, শ্রমিকদের ঐক্য, অর্জিত অধিকার রক্ষা ও শহীদদের আদর্শকে বাঁচিয়ে রাখা ও আজকের দিনে আমাদের দেশের শ্রমজীবী মানুষের উপর আক্রমণের বিরুদ্ধে আগামী প্রজন্মের মানুষের কাছে শহীদদের এই আত্মত্যাগ কে স্মরণ রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতি বছর।এবারের টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট। আজকের উদ্বোধনী খেলায় আমরাকজন বয়েজ ক্লাব ৩-১ গোলে পলাসডিহা আদিবাসী ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন বিশ্বেশ্বর বাউরি, শ্যামলাল টুডু ও অভিজিৎ টুডু। পরাজিত দলের হয়ে একটি আত্মঘাতী গোল করেন প্রভাত বাউরি।নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে শহীদ নিমাই অধিকারীসহ সকল শহীদের আদর্শকে সামনে রেখে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।—

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ