দুর্গাপুরে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা…

দুর্গাপুর, ২৭ এপ্রিল : আপনাকে ফোনে সুমিষ্ঠ মহিলা কন্ঠে বলেছিল যে আপনি গিফট কার্ড কিম্বা লোভনীয় গিফট জিতেছেন?আপনি গিফট হিসাবে গাড়ি, টিভি কিম্বা ফ্রিজ জিতেছেন? আপনাকে এই লোভনীয় পুরষ্কার পেতে হলে রেজিষ্ট্রেশনের জন্য জমা দিতে হবে কিছু টাকা? ব্যাস আপনি এদের ট্র‍্যাপে একাবার পা দিলেই আপনাকে টাকা দিয়ে যেতেই হবে,কিন্তু দামী চার চাকা গাড়ি বা অন্যান্য লোভনীয় পুরষ্কার আপনার ভাগ্যে জুটবেনা।দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি গলিতে বসেই চলছিল এমন প্রতারণা চক্রের রমরমা কারবার।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের এসিপি বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাতে অভিযান চালানো হয় দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি কমলপুর প্লটে।

এরকম কার্যালয় থেকেই বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত সহ দুই মহিলা কর্মীকে গ্রেপ্তার করা হয়। ভুয়ো কলসেন্টারে বসে সাইবার প্রতারণা। রাতের অন্ধকারে সাইবার সেলের হানা। গ্রেপ্তার ২। বাজেয়াপ্ত কম্পিউটার,ল্যাপটপ সহ একাধিক মোবাইল। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুর থানার কমলপুর প্লটে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার বেনাচিতির কমলপুর প্লটে একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টার চলছিল। সেখান থেকেই গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলতো। প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিল। তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ। কমলপুর প্লটের একটি ভাড়া বাড়িতেই চলছিল এই চক্র এমনটাই উঠে আসে পুলিশি তদন্তে। শনিবার রাতে আসানসোল সাইবার বিভাগের ইন্সপেক্টর বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন,”গিফট কার্ড স্ক্যাম চলতো। গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চক্র চলতো। তদন্তের ভিত্তিতে কমলপুর প্লটে হানা দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় দুই মহিলাকে। বাজেয়াপ্ত হয়েছে বহু নথি একাধিক মোবাইল ল্যাপটপ কম্পিউটার। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে নিয়েও তদন্ত শুরু হয়েছে।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ