দুর্গাপুরে বিরোধীদের ওভারপিচ বলে লম্বা ওভারবাউন্ডারি হাঁকালেন কীর্তি আজাদ

দুর্গাপুর, ১২ মার্চ: বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে ১৯৮৩ র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা দিল্লি ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তা কীর্তি আজাদের নাম ঘোষনার পরে মঙ্গলবার দুর্গাপুরের সুপ্রাচীন ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দিয়ে কীর্তি আজাদ শুরু করলেন তার প্রচার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই ওভার বাউন্ডারি হাঁকালেন বিরোধী সিপিআইএম ও বিজেপির তোলা অভিযোগের “” ফুলটস””বলগুলিকে।

দিল্লি ক্রিকেট বোর্ডের কর্তা থাকাকালীন কীর্তি আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বামেরা। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে কীর্তি আজাদ বললেন, “”সিপিআইএম ও বিজেপি হল মুগ এবং মুসুরের ডাল। যদি এরা মায়ের দুধ খেয়ে থাকে তাহলে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির প্রমাণ দিয়ে দেখাক। মাননীয় অরুণ জেটলি, আজ আর জীবিত নেই। দিল্লি ক্রিকেট বোর্ডের সরকারি কাগজে চার হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে আমি সরব হয়েছিলাম। “”বিরোধীরা তার বিরুদ্ধে প্রথম থেকেই”” বহিরাগত প্রার্থী “”এই অভিযোগ তোলায় প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার সপাটে স্ট্রেট ড্রাইভের ভঙ্গিমায় জানিয়ে দিলেন, “”খেলোয়ারদের না কোন জাতি না কোন ধর্ম হয়। আমি খেলার সুবাদে বাংলায় বহুবার এসেছি। ইন্টার স্টিল খেলতে এসেছি দুর্গাপুর, বার্নপুরে। রঞ্জি ট্রফি খেলতে এসেছি ইডেনে। আমি যদি বহিরাগত হই, তাহলে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কিভাবে বেনারসের প্রার্থী হলেন? “”তাকে বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান। “”কীর্তি আজাদের বাবা ছিলেন বাংলা বিরোধী “”এক্স হ্যান্ডালে এমন কথা লিখেছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমিত মালব্য। তার উত্তর দিতে গিয়ে কীর্তি আজাদ বলেন, “”সারাদেশের সমস্ত প্রদেশে অমিত মালব্য বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে ১৫ বার তিনি বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়ে মুক্তি পেয়েছেন। অমিত মালব্য একজন মানসিক রোগী। তাহলে আমার বাবার বিরুদ্ধে কোথাও এফআইআর বা কোন অভিযোগ নেই কেন? আসলে বিজেপি ভয় পেয়েছে। “”নরেন্দ্র মোদির গ্যারান্টি কে এবার চাপা দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টি বলো কটাক্ষ করেন প্রাক্তন এই দাপুটে ব্যাটসম্যান।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ