দুর্গাপুরে ফের দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল- বিজেপি সমর্থকদের সংঘর্ষ

দুর্গাপুর, ৭ এপ্রিল : ফের আরও একবার দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত দুর্গাপুরের ইস্পাত নগরী। কয়েকদিন আগে দুর্গাপুরের এ-জোন সেকেন্ডারি রোডে একটি দোকানের দেওয়ালে বিজেপির নেতাকর্মীরা তাদের দলীয় প্রতীক ও প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়ার লিখতে গিয়ে তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পাল্টা অভিযোগ ছিল দেওয়াল মালিকের কাছ থেকে অনুমোদন নেওয়ার পরে বিজেপি জোর করে আসার কারণেই উত্তেজিত হয়। এবার এলাকা দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন এলাকাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ।

চরম উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে পৌঁছাল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অভিযোগ,”লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিলীপ ঘোষের সমর্থনে তিলকের একটি বাড়ির লিখন করেছিলেন। রবিবার দুপুরে সেই দেওয়াল মুছে দেয় এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকি এবং হামলা চালানো হয় বলে অভিযোগ।”পাল্টা তৃণমূলের ব্লক সভাপতি রাজীব ঘোষের অভিযোগ,”বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেওয়াল লিখন করেছিলেন। সেই দেওয়াল মুছে বিজেপির কর্মীরা দেওয়ার লিখন করেছিল। প্রতিবাদ করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হামলা চালায় বলে অভিযোগ।” পুলিশের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।উল্লেখ্য কয়েকদিন আগে বি-জোন নিউটন বস্তি এলাকাতেও এই একই ঘটনা ঘটেছিল ।এলাকায় মোতায়েন দুর্গাপুর থানার পুলিশ বাহিনী।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *