দুর্গাপুরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’। দুর্গাপুরের ২৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই এর উদ্যোগে এদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। দুস্থ শিশুদের নিয়ে চলে অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে চলে মিষ্টিমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, তিন নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীম সেন মন্ডল সহ বিশিষ্ট জনেরা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বৈশাখের প্রথম দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। যার নেপথ্যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। এই ঘোষণার পর থেকে ১ লা বৈশাখ দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে রাজ্যে।

মঙ্গলবার রাজ্যের নানা প্রান্তে ‘পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ধর্ম,বর্ণ নির্বিশেষে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে। সারা রাজ্যের প্রতিটি প্রান্তেই পরম উচ্ছ্বাস দেখা যাচ্ছে সকলের মধ্যে। দুর্গাপুরের ২৩নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানেও সকলে একত্রিত হয়েছে।”বা- বাঙালি সংস্কৃতি, ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে বাংলা জুড়ে। যদিও এর পিছনে রাজনীতি রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। তাঁদের মতে, রাম নবমী পালনের মধ্যে দিয়ে যেভাবে হিন্দুত্বের জিগির তুলেছে বিজেপি, তার মোকাবিলায় নববর্ষকে হাতিয়ার করছে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তাই এই দিনটিতে ‘বাঙালি গরিমা’য় আরও শান দিতে চাইছে ঘাসফুল শিবির।