দলীয় নেতাদের রাজনীতি না করে ‘গরু চরানোর’ নিদান -দিলীপ ঘোষ কা গুসসা কিউ আয়া??

দুর্গাপুর, ১ মে: অন্যান্য দিনের মতোই সাত সকালে প্রাত: ভ্রমণে বেরিয়েছিলেন। ওই এলাকায় একাধিক কর্মসূচি করেছেন তিনি। আবার প্রাত:ভ্রমণের জায়গা সেই দুর্গাপুরের সগড়ভাঙা এলাকায় কর্মসূচি হওয়ায় দলের স্থানীয় নেতা-কর্মীদের তুলোধোনা করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি দলের কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ তুলে বলেন,”” ওদের মাথা কাজ করছে না। প্রেসার নিতে পারছে না। দিলীপ ঘোষ জেলার নেতাদের তৈরি করা কর্মসূচিই ফলো করেন। কিন্তু কর্মীদের একমাস পরিশ্রম করতে দম বেরিয়ে যাচ্ছে? কিন্তু একই জায়গায় বারবার কর্মসূচির তালিকা কে তৈরি করছে বুঝতে পারছি না””- বলেও কর্মীদের তুলোধোনা করেন।

কারা এভাবে কর্মসূচি সাজাচ্ছে? বিষয়টি আমিও খতিয়ে দেখছি বলেও জানান।অন্যদিকে দিলীপ ঘোষের সমর্থনে প্রচারের জন্য দুর্গাপুরে গত দুদিন ধরে এসে উপস্থিত হয়েছেন রাজস্থানের বিকানিরের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় বিচার ও আইন বিভাগীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তাকেও প্রচারের জন্য কোথায় কোথায় পাঠানো হবে সে বিষয়েও স্থানীয় দলীয় নেতৃত্ব সঠিকভাবে দিশা দেখাতে না পারার কারণে দিলীপ ঘোষকে ক্ষুব্ধ হয়ে ধমক দিতে শোনা গেল। বারবার একই জায়গায় জনসংযোগের অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ দিলীপ ঘোষ বলে উঠলেন, “”এতগুলো জায়গা আছে। একই জায়গায় বারবার কেন? “”কোন কোন নেতৃত্ব বেলা ৯ টার পর ঘুমিয়ে উঠছে বলেও ক্ষোভ প্রকাশ করতে শোনা গেল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দাপুটে বিজেপি প্রার্থীকে। তবে দুর্গাপুরের গ্রাফাইট কারখানার গেটের সামনে চা চক্রের আয়োজন সাত সকালে দিলীপ ঘোষের মেজাজ কে যে একেবারে বিগড়ে দেয় তা স্পষ্ট বোঝা গেল।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *