ডিএসপির দুর্ঘটনার জেরে সাসপেন্ড দুই আধিকারিক

দুর্গাপুর, ২ মার্চ: ডিএসপি দুর্ঘটনায় দুই আধিকারিককে সাসপেন্ড করলো ইস্পাত কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির কারণেই সাসপেন্ড বলে ইস্পাত কর্তৃপক্ষের দাবি। গত বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেসের কনভার্টার ৩ এর আউটলাইন পাইপ লাইন লিক করে গরম জল পড়ে হট মেটালে। সেই হট মেটাল ছিটকে ঝলসে যায় কর্মরত পাঁচ এক্সিকিউটিভ সহ স্থায়ী ও ঠিকা কর্মী। জখমদের চিকিৎসা চলছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে। তিনদিন ধরেই লিক করছিলো ওই কনভার্টার বলে অভিযোগ শ্রমিকদের। কিন্তু তাঁদের কথায় কর্নপাত করেনি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা বলে অভিযোগ। কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে সরব হয় ডান – বাম সহ সব শ্রমিক সংগঠনই। এরপরই চাপে পড়ে শনিবার দুই আধিকারিককে সাসপেন্ড করলো ডিএসপি কর্তৃপক্ষ। সিজিএম(স্টিল) বি পি রাও এবং ডিএসও (এসএমএস) সৌমেন চট্টোপাধ্যায়কে কর্তব্যে গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়।

তাঁদের জায়গায় অন্য দুই আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ডিএসপির মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান, ” কর্তব্যে গাফিলতির কারণেই দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *