টিএমসির বিদায়ী পুরমাতার” মদতে” সরকারি জমি দখলের অভিযোগ

দুর্গাপুর, ২৬ জুন: এডিডিএ র জমি দখল হচ্ছে বিদায়ী পুরমাতার মদতে। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠতেই কড়া ব্যবস্থা পুলিশের। দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের এমএএমসির উত্তর পল্লীতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) জমি দখল হচ্ছে অনায়াসেই। সেই জমিতে নির্মাণ করছে রঞ্জিত প্রামানিক, তারক লোহার, দীপক রুইদাস এবং হীরক দাস নামের জমি মাফিয়ারা। এরা মদত পাচ্ছে কোথা থেকে? অভিযোগ উঠলো এলাকার বিদায়ী পুরমাতা লাভলী রায় এই চক্রের মূল মাথা। প্রতিবাদ করলে হুমকিও দেওয়া হতো বলেও অভিযোগ।

অন্যদিকে বিদায়ী পুরমাতা লাভলী রায়ের জবাব, “”এমন অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি। সামনেই পৌরসভা নির্বাচন। আমাদের প্রার্থী কীর্তি আজাদ গত লোকসভা নির্বাচনে যে এলাকা থেকে লিড পেয়েছে সেই এলাকায় এই ধরনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। আমাকে কলঙ্কিত করার চেষ্টা। “” তারপরেই স্থানীয়রা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে পর্ষদ। পর্ষদ থেকে সেই অভিযোগ নিউ টাউনশিপ থানায় যেতেই কাজ বন্ধ করা হয়।যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিদায়ী পুরমাতা লাভলি রায় বলেন,”সামনেই পুরসভা নির্বাচন তাই বিরোধীরা চক্রান্ত। আমি এসব কাজ করতে যায় না বরং যারা এই কাজের সাথে যুক্ত তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।” আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন,”আমি এখনো অভিযোগটা শুধু দেখিনি। কোন রাজনৈতিক দল কোন নেতা বা কোন ব্যক্তি, কেউই আইনের ঊর্ধ্বে নন। কোথাও যদি এইরকম কাজ হয়ে থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে।”দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,”কোন অবৈধ কাজ বরদাস্ত করা হবে না। তবে দু পক্ষেরই অভিযোগ শোনা হবে। তারপরেই এডিডিএ ও নগর নিগম যৌথভাবে কড়া ব্যবস্থা নেবে।””আগামী ৩০ জুন থেকে বেআইনি দখলদারি উচ্ছেদ অভিযানে নামতে চলেছে এডিডিএ, ডিএমসি একযোগে।এই উচ্ছেদ অভিযানে পুলিশ প্রশাসন বড় ভূমিকা নেবে বলেও জানায় আড্ডার নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *