দুর্গাপুর, ১৫ জানুয়ারি : দীর্ঘ প্রায় ২০ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে একজন কিশোরের মৃতদেহের খোঁজ পেল বিপর্যয় মোকাবিলার দল। বাকি আরো একজন কিশোরের খোঁজ এখনো মেলেনি। বুধবার সকালেই জয়দেবে অজয় নদের ঘাটে পৌঁছালো দ্রুত উদ্ধারকারী দলের ডুবুরি।কাল বিকাল থেকে সারারাত দুই কিশোরের পরিবার-পরিজনেরা অজয়ের তীরে তীব্র শৈত্য প্রবাহকে উপেক্ষা করে বসেছিলেন অধীর আগ্রহে তাদের বাড়ির ছেলেদের অপেক্ষায়। বুধবার দীর্ঘ প্রায় কুড়ি ঘন্টা পর রাহুল রায়ের নিথর দেহ উঠে এলেও এখনো খোঁজ মেলেনি শুভম মন্ডলের। মঙ্গলবার বিকালে জয়দেব মেলায় অজয় নদে পুণ্য স্নান করতে নেমে রাহুল রাই(১৫), শুভম মন্ডল(১৭) তলিয়ে যায় অজয়ের গভীর জলে। দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানার চাষীপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকা থেকে চার বন্ধু মিলে কাকসার শিবপুরের অজয় নদে পুণ্য স্নানের জন্য আসেন। তারপরেই স্নানের জন্য পাড়ে জমা প্যান্ট খুলে গামছা পরে স্নানে নামে। তারপরেই সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে অজয়ের জয়ে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া কিশোর শুভম মন্ডলের আত্মীয় উত্তম মন্ডলের অভিযোগ,”গতকাল বিকেল চারটে সময় তলিয়ে গেছে আমাদের দুই ছেলে।রাতে উদ্ধারকার্য বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোনো উদ্ধারকার্য হয়নি।সম্পূর্ণ প্রশাসনের গাফিলতির জেরে এই ঘটনা। তলিয়ে যাওয়ার পরেও অন্য সহযোগিতা পাচ্ছিনা আমরা প্রশাসনের।”প্রায় প্রতিবছরই অজয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অবৈজ্ঞানিক উপায়ে এবং অবৈধভাবে যেখানে সেখানে বালি তোলার কারণে গভীর খাল তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠছে।