দুর্গাপুর, ৩ মার্চ: রবিবার পালস পোলিওর দিন কাজে যোগই দিলেন না আশা কর্মীরা। পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনেই কাজে যোগ না দিয়ে আন্দোলনে সামিল হন। আন্দোলনে যোগ দিয়ে আশা কর্মী আশা রানী ভূঁইয়া দাবি করেন,”খুবই সামান্য বেতন পান তাঁরা। কিন্তু সেই টাকায় চলছে না তাঁদের সংসার। করানো হচ্ছে অতিরিক্ত কাজ। বাড়িতে বাড়িতে সমীক্ষাও করানো হচ্ছে।
সেই জন্যই তাঁরা পালস পোলিওর দিনেও যোগদান নেই। তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।” যদিও পানগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা জানান,”স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীরা পালস পোলিও দিচ্ছেন শিশুদের। পালস পোলিও দেওয়া স্বাভাবিক আছে বলেও জানান তাঁরা।”