দুর্গাপুর, ২ মার্চ: দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বি ওয়ানে একটি কুয়োয় মানসিক ভারসাম্যহীন যুবকের নিথর দেহ পড়ে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়। মৃত যুবকের নাম সুরজিৎ সাহা (৩৭)। বি ওয়ান এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সুবীর সিনহা বলেন,”মানসিক ভারসাম্যহীন ছিল দীর্ঘদিন ধরেই সুরজিৎ।
শনিবার দুপুরে তারা দেখেন কুয়োয় ভাসছে সুরজিৎ এর দেহ। খবর দেন নিউ টাউনশিপ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বিভাগ। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ।”