দুর্গাপুর,১০ মার্চ : বেশ কয়েকদিনের প্রত্যাশা মতই বর্ধমানতৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আজ ব্রিগেডের জনজোয়ারে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদের নাম ঘোষণা করেন। দুর্গাপুর মহকুমা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মীরা ব্রিগেডে উপস্থিত থাকার কারণে দেওয়াল লিখনে সামান্য বিলম্ব হয়ে যায়। কলকাতা থেকে ফিরেই দুর্গাপুরের ১৫ নম্বর ওয়ার্ডে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। দুর্গাপুর নগর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডেই সর্বপ্রথম এই দেওয়াল লিখন শুরু হল তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম লিখে। এরপরে ১৬ নম্বর ওয়ার্ড, ১৯ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ডসহ আরও বহু এলাকাতে শুরু হয়ে যায় দেওয়াল লিখন।

কীর্তি আজাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলার পরে জানতে পারা যায় তারা খুশি। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কীর্তি আজাদ। অত্যন্ত সুবক্তা কীর্তি আজাদ খুব তাড়াতাড়ি বাংলা শিখে নেবেন বলে জানান। হিন্দিভাষী এই সুবক্তা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেন সংসদের ভেতরে ও বাইরে। এ হেন লড়াকু প্রার্থী তৃণমূল কংগ্রেসের আর তাতেই খুশি বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল স্তরের নেতাকর্মীরা। এখন অপেক্ষা কীর্তি আজাদের সাথে গেরুয়া শিবিরের প্রার্থী কে হন?এই কেন্দ্রে কংগ্রেস জোটের প্রার্থী ও যথেষ্ট ফ্যাক্টর। কারণ এক সময় বাম দুর্গ বলে পরিচিত বর্ধমান ও দুর্গাপুর এখনও বাম সংগঠনকে চাঙ্গা রেখেছে।তাই এই কেন্দ্রে যে লড়াই এবার ত্রিমুখী তা কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।।