কল থাকলেও নেই জল, বাধ্য হয়ে ময়দানে এলাকাবাসী

অন্ডাল,২৬ ডিসেম্বর : এলাকায় রয়েছে একের পর এক কল। অথচ একটি কল থেকেও জল পড়ে না। পানিও জলের জন্য এলাকাবাসীকে যেতে হচ্ছে অনেকটা পথ। বিগত পাঁচ বছর ধরে জল পরিষেবা হয়ে গেছে পুরোপুরি বন্ধ। আর এতেই সমস্যায় এলাকাবাসী। জলের দাবিতে বাধ্য হয়ে ময়দানে নামলেন তারা। ঘেরাও করলেন উখরা গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পঞ্চায়েত সদস্য কাজল পান্ডের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি এলাকাবাসীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়।ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান, একদিন বা দু দিনের নয় এই সমস্যা প্রায় ৪০ বছরের। মাঝেমধ্যে জল পাওয়া গেলেও বর্তমানে একেবারেই জল বন্ধ। কেবলমাত্র আমাদের এলাকাতেই ঘটছে এই ঘটনা। অবিলম্বে সমস্যা সমাধানের আবেদন প্রশাসনের কাছে’।

অন্যদিকে পঞ্চায়েত সদস্য কাজল পান্ডে সংবাদমাধ্যমকে জানালেন, ‘বিগত পাঁচ বছর ধরে পুরোপুরি বন্ধ এলাকায় জল পরিষেবা। বহুবার প্রশাসনকে জানিয়েও সুফল। খাবারের জল টুকু আনতে বহু দূর দিতে হয় পারি। সে কারণেই আজ আমরা নেমেছি ময়দানে’।”‘ঠিক কি কারনে করছে এই ঘটনা তা খতিয়ে দেখা হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত বিষয়ে তদারকি করব। ইতিমধ্যেই বিডিওকে জানানো হয়েছে অবিলম্বে খবর দেওয়া হবে পিএইচডি দপ্তরে। সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে’।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ