“”কয়লা মাফিয়া”” জয়দেব খাঁর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ এর ছবি ভাইরাল,রাজনৈতিক তর্জা তুঙ্গে

দুর্গাপুর, ১১ মে: নির্বাচনী প্রচারের একেবারে শেষ দিনে একটি ছবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। গতকাল বীরভূমে প্রচার সেরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে এসেছিলেন রানীগঞ্জে রোড শো তে অংশ নিতে। রোড শো শেষ করার পর অন্ডাল বিমানবন্দর থেকে ফের অমিত শাহ উড়ে যান দিল্লির উদ্দেশ্যে। অন্ডাল বিমানবন্দরে অমিত শাহর সাথে দেখা করার যে তালিকা এবং যারা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখা করেছেন তাদের ছবি প্রকাশ্যে আসে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অমিত শাহ র সঙ্গে দেখা করেছেন দক্ষিণবঙ্গের”” কয়লা মাফিয়া “” জয়দেব খা।

তালিকায় তার নাম জ্বলজ্বল করার পাশাপাশি অমিত শাহর সঙ্গে জয়দেব খাঁর ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় কার্যত কিছুটা হল ব্যাকফুটে গেরুয়া শিবি। যদিও বিজেপির জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত ফোনে আমাদের জানান, “”জয়দেব খাঁ কয়লা মাফিয়া নন। তৃণমূল তাকে জোর করে কয়লা মাফিয়া সাজাচ্ছে।তাহলে রাজ্য পুলিশ কেন তাকে গ্রেফতার করছে না? ২০১৪ সাল থেকে জয়দেব খাঁ বিজেপির নেতা। তৃণমূল প্রচারের কোন ইস্যু খুঁজে পাচ্ছে না তাই এইসব উল্টোপাল্টা কথা বলে ভোট প্রচার করতে চাইছে। “”বিজেপির দাবি কে নস্যাৎ করে দিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ফোনে জানালেন, “”আপনারা সাংবাদিকরা বক্তারনগরে যান। জয়দেব খাঁ একজন কুখ্যাত কয়লা মাফিয়া। জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে কয়লার কারবারকে কন্ট্রোল করে এই জয়দেব খাঁ।অমিত শাহর সঙ্গে তার ছবি প্রমাণ করে কয়লা মাফিয়া দের সাথে বিজেপির গভীর আঁতাতের কথাকে। বক্তার নগরে যত ভেস্টেড ল্যান্ড আছে সেখান থেকে কয়লা তুলে পাচার করা ছিল জয়দেব খাঁর কাজ। ইডি, সিবিআই কেন তার বিরুদ্ধে চুপ? মানুষ এবার উত্তর খুঁজবে। “”(যদিও সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ হান্ট)

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *