দুর্গাপুর, ৮ সেপ্টেম্বর : আরজি করের নৃশংস ঘটনার এক মাস পুর্ন হবে আজকের রাত পার হলেই।কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার মূল দোষী কে এবং তার কি শাস্তি হচ্ছে তা জানতে পারেনি দেশবাসী।আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। তার ঠিক আগের দিন দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভীড়িঙ্গী মোড় পর্যন্ত কালো পোশাক পরে প্রতিবাদ মিছিলে নামলো জাতীয় কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী নেতৃত্বে দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল।
রবিবার সকাল থেকে চলে এই প্রতিবাদ মিছিল। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন ,” রাত পার হলেই এই নারকীয় ঘটনার একমাস পুর্ন হবে।কিন্তু এখনও তিলোত্তমা বিচার পায়নি।অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। যারা গ্রেপ্তার হয়েছে তাদেরও শাস্তি দিতে দেরি করা হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।””কংগ্রেসের নেতা-নেত্রীদের দেখা যায় কালো পোশাক পরে এই মিছিলে হাঁটতে।কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর দাবী যে এই আন্দোলনে শুধু কংগ্রেসের নেতাকর্মীরাই ছিলেন তা নয়, এই আন্দোলনে বহু সাধারণ মানুষ প্রতিবাদের সোচ্চার হয়ে আজকের প্রতিবাদ মিছিলে পায়ে পা মিলিয়েছে।আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে আছে গোটা দেশের সাথে সাথে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।