এনআইটি বিশ্ববিদ্যালযয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

দুর্গাপুর, ২৮ এপ্রিল : দুর্গাপুরে কেন্দ্রীয় এনআইটি বিশ্ববিদ্যালয় মেধাবী দ্বিতীয় বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে। সকালে পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।মৃত অর্পন ঘোষ মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী আজ পরীক্ষা দিয়ে আসার পর হোস্টেলে যখন কেউ ছিল না সেই সময় সে হোস্টেলে ফিরে আসে।

কিছুক্ষণ পর তার সহপাঠীরা হোস্টেলে যেতেই অর্পণ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া মাত্রই অতি দ্রুত দুর্গাপুর থানার পুলিশকে ঘটনার কথা জানানো হয়। পুলিশ আসামাত্রই মেধাবী ওই ছাত্রকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত এই মেধাবী ছাত্রের বাড়ি হুগলি জেলার ব্যান্ডেলে বলে জানা গেছে। কিন্তু কি কারনে পরীক্ষা দিয়ে আসার পর এই মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল? এনআইটির ডাইরেক্টর নিউজ হান্টের প্রতিনিধিকে ফোনে জানালেন “”অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ছাত্রটি পড়াশুনার বাইরেও শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সুসম্পর্কের জন্য যে বিভিন্ন ক্লাব সংগঠন রয়েছে সেগুলিতে প্রধান ভূমিকা গ্রহণ করত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তার অগ্রণী ভূমিকা ছিল। আমরাও তার এই মৃত্যুর কারণ বুঝতে পারছি না। ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথা হত। মৃত ছাত্রের পরিবারকে আমরা ঘটনার কথা জানিয়েছি। এই মুহূর্তে ওই বেসরকারি হাসপাতালে অর্পণের নিথর দেহ রয়েছে।””তাহলে কিভাবে অর্পণের মৃত্যুর ঘটনা ঘটলো?ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত জানা যাবে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *