একুশে জুলাই শহীদ দিবসের চাঁদা নিতে এসে শাসকদলের নেতাকর্মীদের চিৎকারে অসুস্থ মায়ের মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ

দুর্গাপুর, ১২ জুলাই: একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শহীদ দিবস পালন করা হয়। রাজ্যের জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই শহীদ দিবসে উপস্থিত থাকেন। আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদা না দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চিৎকার চেঁচামেচিতে এক ছোট ব্যবসায়ীর অসুস্থ মা মারা যায় এরকমই বিস্ফোরক অভিযোগ করেছেন মৃতের পরিবার।


পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা গোপালপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর ভৌমিকের এক বিস্ফোরক অভিযোগ তার এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কার্তিক চক্রবর্তী দল বল নিয়ে তার বাড়িতে বৃহস্পতিবার রাতে চড়াও হয় এবং তার কাছে ১০ হাজার টাকা ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে চাঁদা দাবি করে । এত পরিমাণ টাকা দিতে অস্বীকার করেন ওই ছোট ব্যবসায়ী। তারপরে তাকে তার অসুস্থ মায়ের সামনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে জানান দীপঙ্কর ভৌমিক। সেই সময় তার বাড়িতে চিৎকার চেঁচামিতে শুনতে পায় তার অসুস্থ মা এবং তার কিছুক্ষণ পরে ই দীপঙ্কর ভৌমিকের মা জ্যোসনা ভৌমিক মারা যান। দীপঙ্কর ভৌমিক অভিযোগ করছেন তার মায়ের মৃত্যুর জন্যই কার্তিক চক্রবর্তী এবং তার অনুগামীরা দায়ী। যদিও এখনো পুলিশ প্রশাসনের কাজে লিখিতভাবে কোন অভিযোগ করেনি। তবে এই ঘটনা ঘিরে রাজনৈতিকভাবেও বিতর্ক সৃষ্টি হয়েছে গোপালপুরে। এই বিষয়ে কার্তিক চক্রবর্তী বলেন সম্পূর্ণ মিথ্যা ঘটনা তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার গোপালপুর। বিরোধী ভারতীয় জনতা পার্টির নেতা ইন্দ্রজিৎ ঢালী প্রবল সমালোচনা করেছে এই ঘটনার।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *