দুর্গাপুর,২ মে : অন্ধকার নামতেই যেন “নরক”। অভিযোগ বে-আইনি বালি কারবারিদের দাপটে আজ বালি বোঝাই ট্রাক্টর চালকেরাও গ্রামীন মহিলাদের হাত ধরে টানাটানি করছে।অজয় নদ থেকে বালির চোরা কারবারের ইতিহাস দীর্ঘ এক ইতিহাস । প্রতিবাদ করলেই মহিলাদের এবং এলাকাবাসীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ। প্রতিবাদে অজয়ঘাট থেকে শিবপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। আটকে দেওয়া হয় বেশ কয়েকটি ওভারলোড বালি বোঝাই ট্রাক্টর ও ট্রাক। পুলিশের সাথেও চলে ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা কাঁকসার বিদবিহারের রাধানগরে। সূত্রের খবর, কাঁকসার বিদবিহারের কাজলাডিহির পাশ হয়ে বয়ে গিয়েছে অজয় নদ।
সেই অজয় নদের ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে ট্রাক্টরে ভরা হয়। তারপর সেই ট্রাক্টরগুলি রাধানগর গ্রামের রাস্তা হয়েই অজয় ঘাট থেকে মুচিপাড়া যাওয়ার রাস্তায় উঠে। সেই রাস্তা ধরেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বালি পাচার হয়।লোকসভা নির্বাচনের আবহে পুলিশের চোখে ধুলো দিতে রাতের অন্ধকারে বেড়েছে এই কারবার। এই বালি কারবারিরা তৃণমূলের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলেও অভিযোগ । কয়েকদিন আগেও আজয়পল্লীতে অবৈধ মাটির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। কিছুদিন বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়েছে অবৈধ কারবার।
রাধানগরের বাসিন্দা স্বপন বাগদি অভিযোগ করেন,”বুধবার সন্ধ্যায় বেপরোয়া গতিতে একের পর এক ওভারলোড বালি বোঝায় তাদের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। মহিলারা প্রতিবাদ করতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ দেয় গাড়ির চালকরা। কিছুক্ষণ পরেই এলাকার দুই বালি মাফিয়া জীবন মণ্ডল ওরফে নাড়ু এবং রঞ্জিত হাড়ি মহিলাদের নির্যাতনের হুমকি দেয় ও গুলি করে মারার হুমকি দিতে থাকে এলাকাবাসীদের বলেও অভিযোগ । পুলিশও কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তারই প্রতিবাদে অজয় ঘাট থেকে শিবপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধে নেমেছেন তারা।”
বাবুলাল বাগদি নামের বিক্ষোভকারীর অভিযোগ, “এইভাবে গ্রামের ভেতর দিয়ে অভার লোড বালি বোঝায় ট্রাক্টর ও ট্রাক যাওয়ার ফলে দুর্ঘটনার আতঙ্কে ভুগছেন তারা। একাধিকবার প্রতিবাদ করেছেন কোন সূরাহা মেলেনি। প্রতিবাদ করতে গেলে উল্টে হুমকিও জুটছে। দ্রুত বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দেন।” প্রায় দু’ঘণ্টা পর রাত বারোটা নাগাদ পুলিশের আশ্বাসেই ওঠে অবরোধ।