ঋষি অরবিন্দর দিব্যাংশ সংস্থাপন দুর্গাপুরে

দুর্গাপুর, ৫ এপ্রিল : শ্রী অরবিন্দ সোসাইটির দুর্গাপুর শাখার শ্রী অরবিন্দের দিব্যাংশ সংস্থাপনার ২৪ তম বর্ষ উদযাপিত হল শুক্রবার দুর্গাপুর অরবিন্দ আশ্রমে । এই উপলক্ষে সারাদিনব্যাপী নানা রকম কর্মসূচি নেওয়া হয়েছিল আশ্রমের পক্ষ থেকে I২০০১ সালের চৌঠা এপ্রিল পন্ডিচেরি থেকে ঋষি অরবিন্দের দিব্যাংশ প্রতিস্থাপিত করা হয় একটি সমাধি নির্মাণের মাধ্যমে দুর্গাপুর শাখায়। সেই থেকে আজকের এই দিনটি আশ্রমের পক্ষ থেকে উদযাপিত করা হয় নানা অনুষ্ঠানের মাধ্যমে।

সকাল থেকেই সোসাইটির সদস্যরা দিব্যাংশ পূর্ন সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিন নানা সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । “নিউ ডাইমেনশন ” নামে একটি ম্যাগাজিনের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান বিনয় কুমার বাজারি। এদিনের অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের অরবিন্দ শাখার প্রতিনিধি গন উপস্থিত ছিলেন। শ্রী অরবিন্দের সমাজ ভাবনা দেশ প্রেম ও আধ্যাত্মিক জীবনের নানা বিষয় তুলে ধরেন উত্তরপাড়া গার্লস কলেজের অধ্যাপিকা রিমা ঘোষ।

শ্রী অরবিন্দ সোসাইটির দুর্গাপুর শাখার যুগ্ম সম্পাদক বিকাশ রায় জানান, বিপ্লবী ঋষি অরবিন্দর মানব প্রেম ও দিব্য চেতনা নিয়ে গবেষণা চলছে সারা বিশ্ব জুড়েই। আমাদের শাখার প্রিপেটরি স্কুলের ছাত্র-ছাত্রীরা, যোগ বিভাগের সকলেই আজকের এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে উদযাপন করি প্রতিবছর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আজকে উপস্থিত ছিলেন ঋষি অরবিন্দর দিব্যাংশর এই সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ