ইন্ডিয়ান ওয়েলের সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড ইন্ডিয়ান ওয়েলের আবাসনেই! ঝলসে গেলেন চার আবাসিক

..

দুর্গাপুর, ৬ মার্চ: ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ। ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। একেবারে আতঙ্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে গেল দুর্গাপুরের ফুলঝোড় মোড় সংলগ্ন বি ওয়ান মোড়ের ইন্ডিয়ান অয়েল হাউসিং কমপ্লেক্স। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পৌঁছালো দমকলের দুটি ইঞ্জিনও। গুরুতর জখম এক কিশোর এক বৃদ্ধা সহ ৪ জনকে দুর্গাপুরের বিধান নগরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা গৌতম দাস দাবি করেন,”বিকট শব্দ শুনতে পেয়ে ইন্ডিয়ান ওয়েলের আবাসনে ছুটে আসেন। তখন দেখেন চারিদিকে শুধু চিৎকার।

৩ তলা আবাসনের ভেতর ঢুকে দেখেন এক বৃদ্ধার শরীরের একাংশ দগ্ধ হয়েছে। আরো বেশ কয়েকজনের শরীর কমবেশি দগ্ধ হয়েছে। পুলিশ এবং দমকলবাহিনীর কর্মীরা পৌঁছে উদ্ধার করে ওদের।” দমকলের সাব আধিকারিক রিপন বড়ুয়া বলেন,”তাঁরা যখন পৌঁছান তখন দেখেন তিন তলার আবাসনের জানালা দিয়ে ভয়ংকর আগুন বের ভয়ংকর আগুন বের জ্বলছে। দশ মিনিটের প্রচেষ্টায় তারা ভেতরে ঢুকতে পারেন। ভেতরে ঢুকেই দেখেন একজন পুলিশ কর্মী অগ্নিদগ্ধ অবস্থায় বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *