আর্থিক প্রতারণা করে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে থাকা জামাই গ্রেপ্তার, হাটে ভাঙলো হাঁড়ি

দুর্গাপুর, ২৪ মে: কম্পিউটার সরবরাহের নামে আর্থিক প্রতারণা। তারপর ক্রাইম ব্রাঞ্চের ভুয়ো অফিসারের পরিচয় দিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রেহাই। বিহারের লক্ষ্মীসরাই পুলিশের হাতে দুর্গাপুর থেকে গ্রেপ্তার অভিযুক্ত। সূত্রের খবর, ২০২৩ সালে বিহারের লক্ষ্মীসরাই এলাকায় রাজেশ কুমার নামের এক ব্যবসায়ীর কোম্পানিতে কম্পিউটার সরবরাহের নামে অনলাইনে পাঁচ লক্ষ টাকা নেয় ওই এলাকারই রাকেশ কুমার নামের এক যুবক। কয়েক মাস পেরিয়ে গেলেও কম্পিউটার না পেয়ে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন রাজেশবাবু। তারপরেই সেই বছরই নভেম্বর মাসে লক্ষ্মীসরাই থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিহার পুলিশ। মোবাইল লোকেশন ট্র্যাক করে প্রতারকের ঠিকানা পাওয়া যায় দুর্গাপুর। তারপরেই তদন্তে উঠে আসে প্রতারক রাকেশ কুমার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে দুর্গাপুর থানার বেনাচিতির গোঁসাইনগরের এক মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই রয়েছেন। বৃহস্পতিবার দুর্গাপুর থানার পুলিশের সাহায্য নিয়ে এলাকায় পৌঁছায় লক্ষ্মীসরাই থানার পুলিশ। ততক্ষণে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত রাকেশ কুমার। গোটা এলাকা দুর্গাপুর থানার পুলিশ ঘিরে ফেলায় পালাতে ব্যর্থ হয় এবং পুলিশের জালেই ধরা পড়ে সে। ধৃতকে ট্রানজিট রিমান্ড চেয়ে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুদিনের ট্রানজেট রিমান্ডের নির্দেশ দেন বিচারক। লক্ষ্মীসরাই থানার ইন্সপেক্টর সুনীল কুমার বলেন,”২০২৩সালের নভেম্বর মাসে দায়ের হওয়া প্রতারণার অভিযোগের তদন্ত চলছিল। সেই তদন্তের ভিত্তিতে দুর্গাপুর থেকে অভিযুক্ত রাকেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে নিয়ে এই চক্রের জাল কতদূর ছড়িয়েছিল তারও তদন্ত চালানো হবে।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *