আমার কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে আমি তা নির্বাচন কমিশনে জানিয়েছি -রাজ্যপাল জানালেন অন্ডালে

দুর্গাপুর, ২৭ মার্চ: আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে অন্ডাল বিমানবন্দরে এসে নামেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্ডাল বিমানবন্দরের বাইরে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সিভি আনন্দ বোস এরপর সড়কপথে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “”নির্বাচনী হিংসার অনেকগুলি অভিযোগ আমার কাছে রাজভবনে জমা পড়েছে। আমি সেই সমস্ত অভিযোগগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি। “”মেদিনীপুরের পিংলা তে রাজনৈতিক হিংসার অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যপাল কে।

অন্ডাল বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের প্রথমেই তিনি বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণলোকে যাওয়ার প্রসঙ্গে জানান, “”শান্তির দূত ছিলেন। অত্যন্ত ধার্মিক মানুষ হিসাবে সুপরিচিত। তার এই পরলোক গমনে দেশের বিরাট ক্ষতি হল। তার জীবন প্রেরণা জোগাবে দেশ ও জাতিকে। “”সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় হিংসাত্মক ঘটনা সামনে এসেছে। সেই প্রসঙ্গে জানাতে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্পষ্ট জানালেন, “”ইতিমধ্যেই বেশ কয়েকটি অভিযোগ রাজভবনে জমা পড়েছে। “”রাজ্যপাল জানিয়ে দিয়েছেন যে সেগুলি নির্বাচন কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি রাজ্যপাল জানান এই লোকসভা নির্বাচনে একজন রাজ্যপালের ভূমিকা যাওয়া হওয়া উচিত তিনি সেই ভূমিকায় পালন করবেন।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *