বাঁকুড়া : সোনামুখীর জঙ্গলে দেখা মিললো পতঙ্গ ভূক এক উদ্ভিদের! আমাজনের জঙ্গলেই দেখা মেলে সান ‘ডিউ’ বা বাংলায় ‘সূর্য শিশির’। যার বিজ্ঞান সম্মত নাম ‘ড্রসেরা বা দশেরা বার্মানি’ নামে বিশেষ এই মাংসভূক উদ্ভিদের বলে খবর। এরা মূলত জঙ্গলঘেরা স্যাঁস্যাঁতে জায়গায় জন্মানোর পাশাপাশি কীট পতঙ্গকে ট্যাপ করে তাদের প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে থাকে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিন আগে সোনামুখী রেঞ্জের বড় নারায়ণপুর মৌজাযর গভীর জঙ্গলে এই উদ্ভিদের সন্ধান মেলে। জঙ্গলে যাওয়া মানুষ জন প্রথম এই বিষয়টি দেখার পরই খবর দেন স্থানীয় বনদপ্তরে। পরে বনাধিকারিকরা ওই জায়গায় পৌঁছে এই উদ্ভিদটিকে সনাক্ত করেন ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন।