দুর্গাপুর, ২৮ ফেব্রুয়ারী : অন্ডাল বিমানবন্দর সংলগ্ন এলাকায় শুকিয়ে যাওয়া বড় বড় আগাছাপুর্ন ঝোপঝাড়ে ভয়াবহ আগুন।যে এলাকায় এই আগুন লাগে তার থেকে সামান্য দূরে অন্ডাল বিমানবন্দরের কার্গো বিমানের কার্য্যালয়। যেখানে নিরাপত্তা রক্ষীদের কথায় প্রচুর অতিদাহ্য জ্বালানি রাখা আছে।দমকলের একটি ইঞ্জিন এই আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়।১৯ নম্বর জাতীয় সড়কের পাশে অন্ডাল বিমাননগরী। এই বিমাননগরী এলাকায় বিমানবন্দরের পাশাপাশি বহু এলাকা এখনও লম্বা লম্বা আগাছায় ভরা থাকে প্রায় সারা বছর ধরে।এই সময় এই আগাছাগুলি শুকিয়ে যায়।সেই আগাছায় কেও বা কারা আগুন লাগিয়ে দেওয়ার ফলে সেই আগুন দ্রুত ওই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
অন্ডাল বিমাননগরীর বাইরে ঝোপাঝাড়ে এই ভয়াবহ আগুন লাগলেও অন্ডাল বিমাননগরীর কার্গো বিমানের যে কার্য্যালয় তার দুরত্ব এখান থেকে খুব বেশি নয়।নামপ্রকাশে অনিচ্ছুক এক বেসরকারি নিরাপত্তারক্ষী বলেন,””এখানে প্রচুর পরিমানে ডিজেল রাখা আছে তাইভয় তো পেয়েছি।”” ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে।এয়ারপোর্ট এর ভেতর থেকে ঢিল ছুড়া দূরত্বে এই আগুনের ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা ওই এলাকায় আগুন লাগিয়ে গেছে বা কি করে লেগেছে তা তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ। অন্যদিকে যেখানে আগুন লেগেছে তার সামনেই রয়েছে একটি পেট্রোল পাম্প।স্বাভাবিকভাবেই এই আগাছাতে লাগা ভয়াবহ আগুন আতঙ্কের কারন হয়ে দাঁড়ায়।দমকল দপ্তরের এক আধিকারিক এই আগুন তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন দ্রুত বলেও জানান।।