দুর্গাপুর, ৯ ফেব্রুয়ারী : সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অপরাধ সংগঠিত হচ্ছে অনলাইন প্রতারণার মাধ্যমে। রাজ্যের জেলায় জেলায় সাইবার ক্রাইম পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম প্রচার করা হচ্ছে। অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কেনার প্রলোভন দেখিয়ে লক্ষ কোটি টাকা প্রতারণা করছে অপরাধীরা। এবার দুর্গাপুরের এক আইনজীবীর সাথে প্রতারণা করে শ্রীঘরে দুই। ধৃতদের নাম বিমল কুমার সাউ, প্রমোদ কুমার রাম। ধৃতরা হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা।

জানা গেছে, দুর্গাপুর মহকুমা আদালতের এক মহিলা আইনজীবীকে প্রিন্টার মেশিন কিনে দেওয়ার নাম করে অনলাইন মারফত ৬০ হাজার টাকা নিয়েছিল ওই দুই যুবক। বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পরেও প্রিন্টার মেশিন না পেয়ে টাকা ফেরত চান ওই আইনজীবী। কিন্তু তারপরেও কোনো গুরুত্ব দেয়নি ওই দুই যুবক। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার পুলিশের দ্বারস্থ হন আইনজীবী। তদন্তের ভিত্তিতে হুগলির ভদ্রেশ্বর থেকে শনিবার দুই প্রতারকই গ্রেপ্তার হয়। পুলিশি হেফাজত চেয়ে রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “” ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালানো হবে এবং আরো কারো সাথে এরকম প্রতারণা করেছে কিনা সে নিয়েও তদন্ত চালানো হবে।”” নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।