বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ১৯ নম্বর জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন। রাস্তার মাঝে আচমকাই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। শনিবার বিকেলে ডিভিসি মোড়ে এই ঘটনায় জাতীয় সড়কে বেশ কিছুক্ষনের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির দুই আরোহী সময়মত বেরিয়ে আসায় তাদের কোনও ক্ষতি হয় নি৷ গাড়ির আরোহী সৌমক চট্টোপাধ্যায় বলেন, “আমি বিধাননগর এলাকার বাসিন্দা। মাকে ডাক্তার দেখানোর জন্য গান্ধী মোড়ে একটা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। ডিভিসি মোড়ের কাছে হঠাৎ গাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল। মাকে নিয়ে নেমে যাই। মুহুর্তের মধ্যে গাড়িতে আগুন লেগে যায়।”