দুর্গাপুর, ২ জুলাই: বর্ষা আসব আসব করেও আসেনি সেভাবে।মঙ্গলবার বর্ষার বারিধারার কিছুটা প্রভাব যখন দক্ষিণ বঙ্গ জুড়ে তখন শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কাউন্টডাউন। আর মাত্র ১০০ দিন। তারপরেই বাংলার ঘরে ঘরে “”মা আসবে””।সেজে উঠবে গোটা বাংলা। প্রস্তুতি অবশ্য শুরু হয়ে গেছে বিগ বাজেটের পূজা উদ্যোক্তাদের মধ্যে। দুর্গাপুরের মার্কনী, নবারুণ, অগ্রণী, ফুলঝোড় সার্বজনীন, গোপাল মাঠ, চতুরঙ্গ, উর্বশী সার্বজনীন এইসব বিগ বাজেটের পূজা উদ্যোক্তারা ইতিমধ্যেই এবার কি থিম হবে? সেই ভাবনায় একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন উদ্যোক্তারা । তাদের মধ্যে অনেকের আবার থিম ভাবনা রেডি। আগামী ৭ জুলাই রথযাত্রা।

সেদিনই দেবীর কাঠামোতে পড়বে মাটি। শুরু হয়ে যাবে দুর্গোৎসবের কাউন্টডাউন। দুর্গাপুরের আমরাই গ্রামের আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপিঠের মন্দির ও সেবাশ্রম সংঘের এবারের দুর্গোৎসব ১৫ বছরের পদার্পণ করবে।

সেবাইত শ্রী শ্রী অমৃতদাস মহারাজ জানালেন, “”প্রত্যেকবার চেষ্টা করি দুর্গোৎসবে নতুন কিছু উপহার দেওয়ার। আমরাই, ইন্দ্রপ্রস্থ, পূর্বাচল আবাসন, ঋষি অরবিন্দ নগর, উত্তরায়ণ সহ বিভিন্ন এলাকার মানুষ আমাদের এই দুর্গোৎসব এসে শামিল হন। সাধ্যমত চেষ্টা করি সকলকে নিয়ে পুজোর এই কয়েকটা দিন খুব আনন্দে কাটাবার। আর মাত্র ১০০ দিন বাকি। প্রহর গোনা শুরু হলো বাঙ্গালীর।””পুজো আসছে, মা আসছে এই আনন্দে আত্মহারা হবে বাঙালি। ঘরবাড়ি সেজে উঠবে নতুন সাজে। নতুন বস্ত্রে ধনী,দীন-দরিদ্র অসহায় সকলেই পুজোর কয়েকটা দিন ভালো থাকার প্রচেষ্টায় চালাবে। চারিদিকে আলো আর শ্লোক মুখরিত করে তুলবে আকাশ বাতাসকে। জলাশয় জুড়ে পদ্মের শোভা, নীল আকাশে সাদা মেঘের পালতোলা নৌকার মতো ভেসে বেড়ানো, ভোর বেলায় পাড়ায় পাড়ায় শিউলির সুবাস, সবুজ মাঠে সাদা কাশফুলের প্রকৃতিকে শ্বেত শুভ্র রঙের সাজিয়ে তোলা এসব কিছুই জানান দেবে,”” মা আসছে””।বছরভর অপেক্ষার পর দেবী উমার বাপের বাড়িতে আগমন আর মাত্র ১০০ দিন পরেই।
এবারে দেবীর আগমন -“দোলায়”
ফল- “”মড়ক””
এক নজরে দেখে নেওয়া যাক এবারের পূজোর তারিখ -:
মহাপঞ্চমী–: ৮ অক্টোবর (২১ আশ্বিন) মঙ্গলবার
মহাষষ্ঠী–: ৯ অক্টোবর (২২ আশ্বিন) বুধবার
মহাসপ্তমী –: ১০ অক্টোবর (২৩ আশ্বিন) বৃহস্পতিবার
মহাষ্টমী –: ১১ অক্টোবর (২৪ আশ্বিন) শুক্রবার
মহানবমী –: ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার
মহাদশমী পড়েছে – ১২ অক্টোবর (২৫ আশ্বিন) শনিবার ( পঞ্জিকা মতে একই দিনে মহানবমী ও মহা দশমী )