দুর্গাপুর, ৬ মে: বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পিসি ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন ,”এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক সব জানে। তো আমি বলছি না, সারা সমাজ, সারা সমাজিক মাধ্যম বলছে। আজ নাম পাল্টাবেন কেন? দলেরও নাম পাল্টাতে হবে।
হোর্ডিং এ কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না, খালি ঘাস ফুল দেওয়া হচ্ছে। কারণ তৃণমূল দলটাই বদনাম হয়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর তৃণমূলের জেলা সভাপতি বলেছেন আমাদের ভোট চাইতেও লজ্জা করছে। এমন কাজ করেন কেন? যাতে লজ্জিত হতে হয়। মুখ্যমন্ত্রী থেকে নিজে পর্যন্ত সবাই লজ্জিত। সততার প্রতীক দেখেছেন কোথাও? “”এই প্রশ্ন তুলে তিনিই জবাব দিয়ে বলেন,”” সততার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে আজ। হাওয়াই চটি, সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক।”” তারপরেই তিনি কাঁকসার গোপালপুর, বাঁদরা সহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষ। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল। অমিত শাহের জনসভা প্রসঙ্গেও তিনি বলেন মানুষের উৎসাহ আজই দেখতে পাবেন। স্বতঃস্ফূর্ত সমর্থন করছে বিজেপিকে বর্ধমান দুর্গাপুরের মানুষ বলেও দাবি করেন তিনি।