সিপিআই(এম) প্রার্থীর সমর্থনে ভোটপ্রচারে কংগ্রেস নেতার মুখে সাঁইবাড়ি হত্যাকাণ্ড, নন্দীগ্রাম,নেতাই এর গনহত্যার কথা,বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুর, ৫ মে: বহু জট জটিলতা কাটার পর শেষমেষ এরাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে বেশিরভাগ আসনে সমঝোতা করে প্রার্থী দেয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলির জোট। তবে বেশকিছু আসনে সমঝোতা হয়নি বামেদের সঙ্গে কংগ্রেসের। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রথমে দেওয়াল লিখনে কংগ্রেস প্রার্থীর নাম উঠে আসে। কিন্তু পরবর্তীতে দেখা যায় এখানে সিপিআইএমের প্রাক্তন অধ্যক্ষ ড: সুকৃতি ঘোষালের নাম প্রার্থী হিসেবে উঠে আসে। প্রকৃতি ঘোষালের প্রচার শুরু হয়ে যাওয়ার বেশ কিছুদিন কংগ্রেস নেতাকর্মীরা কিন্তু চুপ করে বসে ছিলেন।

পরে কংগ্রেসের নেতাকর্মীদের দেখা যায় সিপিআইএমের সাথে একযোগে প্রচারে নামতে। রবিবার দুর্গাপুরের জমজমাট প্রচার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার সারছেন, রবিবার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় প্রচার সারলেন,রবিবার রাতে দুর্গাপুরে আসছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সংগঠনের সেকেন্ড মান ইন কম্যান্ড তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে প্রাকৃতিক দাবদাহ অন্যদিকে রাজনৈতিক রাজনৈতিক উত্তাপের চরম আছে রবিবার সকাল থেকেই পুড়ছে দুর্গাপুর। আর এমন দিনে প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য তরুণ রায় দুর্গাপুরের নেতাজি সুভাষ রোডে একটি জলছত্রের মধ্য দিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাম, কংগ্রেস ও আরজেডির সমর্থিত প্রার্থী ড: সুকৃতি ঘোষালের সমর্থনে প্রচার করেন। কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিস্ফোরক বিতর্কিত মন্তব্য করে বসলেন পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি তরুণ রায়। তিনি বলেন, “”এক বুক ব্যথা নিয়েও আমরা বলছি কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ড: সুকৃতি ঘোষাল কে বিপুল ভোটে জয়যুক্ত করার কথা সাধারণ মানুষকে। তবে আমরা কি সাঁই বাড়ির নৃশংস হত্যাকাণ্ড, আনন্দমার্গীদের হত্যা অথবা নন্দীগ্রাম, সিঙ্গুর, নেতাই এর ঘটনা ভুলতে পারি? সিপিআইএমের নেতারাও তো ৭২ সালের কথা বলে থাকেন। যা সত্য, সেই সত্য এক বুক ব্যথা হয়ে জমে আছে। আমি সেই সত্যই বললাম এতে বিতর্কের কিছু নেই। “”তরুণ রায়ের এই মন্তব্য কে ঘিরে রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে। অস্বস্তিতে পড়েছেন বাম নেতারা। কংগ্রেসেরই নেতার মুখে বাম জামানার সাঁই বাড়ি হত্যাকাণ্ড, আনন্দমার্গি হত্যাকাণ্ড, নেতাই, নন্দীগ্রামের গণহত্যার প্রসঙ্গ উঠে আসার কারণে কংগ্রেস এবং সিপিআইএমের সম্পর্কে তাহলে কি শিল্প শহরে ফাটল ধরবে?যদিও তরুণ রায়ের দাবি “”সিপিআইএম প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। “‘

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *