সাংবাদিক আশুতোষ সিং পাড়ি দিলেন না ফেরার দেশে

দুর্গাপুর, ৩১ মে: দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর । দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আশুতোষ বাবু দুর্গাপুর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠিতা সদস্য ছিলেন। বিগত ৩ মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে ভর্তি করা হয় শোভপুরের বেসরকারি হাসপাতালে।

সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বিধান নগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানেই শুক্রবার সকালে মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল। দুর্গাপুর প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানান ক্লাবের সভাপতি কাজী কাঞ্চন সিদ্দিকী, সম্পাদক সৌমেন বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী তরুণ রায় সহ বিশিষ্টজনেরা। তারপরেই মৃতদেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের স্টেশন বাজার সংলগ্ন এস বি মোড় এলাকার নিজস্ব বাড়িতে। সেখান থেকেই বীরভানপুর মহাশ্মশানে হবে শেষকৃত্য।আশুতোষ বাবুর হাত ধরে বর্তমান প্রজন্মের বহু সাংবাদিক আজ এই পেশাতে প্রতিষ্ঠিত। আশুতোষ বাবু শুধু চ্যানেলের কাজেই নিজেকে যুক্ত রাখেননি। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনেরও জন্মদাতা। অত্যন্ত ভদ্র, নম্র মানুষ হিসাবে তিনি পরিচিত ছিলেন। আশুতোষ সিং মারা যাওয়ার কারণে দুর্গাপুরের সংবাদ জগতে এক শূন্যতার সৃষ্টি হলো। বলা যায় অভিভাবকহীন হলেন দুর্গাপুরের বহু সাংবাদিক।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *