দুর্গাপুর, ১৯ মে: শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন ‘সব সাধু তো সমান নয়, আমরাও সবাই সমান নই। বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন। ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন, তাঁকে সাধু বলে মনে করি না, এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি কে কে করেছেন।’ তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলছেন সাধু-সন্তদেরও অপমান করা হয়েছে। দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মন্তানন্দ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন,”সে একটা পাগলী, তার কথার কোন ঠিক নেই।
প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা কথা, মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত সেটা বলে না, এটা মাথা খারাপ ছাড়া আর কি হবে।””মুখ্যমন্ত্রী গতকাল তার ভাষণে ইসকন মন্দির কে জমি দান করা ছাড়াও আসানসোল রামকৃষ্ণ মঠের জন্য অনেক কাজ করেছেন বলে দাবি করেন। তবে মুখ্যমন্ত্রী কিন্তু তার ভাষণে বারংবার সব সাধু সমান নন একথাও তুলে ধরেন। আর মুখ্যমন্ত্রীর এই কথার পরেই কিন্তু জল ঘোলা হতে শুরু হয়েছে। তবে দুর্গাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক সরাসরি মুখ্যমন্ত্রী আক্রমণ করে মুখ্যমন্ত্রীকে “”পাগলী”” বলা নিয়েও শিল্পশহরজুড়ে ঝর বিতর্ক শুরু হয়েছে।