সংগ্রামী যৌথ মঞ্চ ICDS কর্মীদের নিয়ে “”ষড়যন্ত্র”” করছে অভিযোগ তুলে পান্ডবেশ্বরে আশা কর্মীদের মেগা সমাবেশ

১ জুন, পাণ্ডবেশ্বর : – শনিবার পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল আইসিডিএস কর্মীদের বৈঠক । এদিন সন্ধ্যাবেলায় বৈঠকটি হয় বাঁকোলা সুভাষ কলোনির “কলরব” হলে । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অনুভা চক্রবর্তী, দলের পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা । পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা পাণ্ডবেশ্বরের আইসিডিএস ও আশা কর্মীদের ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে এবং অশান্ত করছে পাণ্ডবেশ্বর কে। ভাই আজ আইসিডিএস ও আশা কর্মী দিদিদের ডেকে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হল তাদের সুবিধা অসুবিধা বিষয়ে খবরও নেওয়া হলো এদিন।

এদিন ব্লকের সমস্ত আইসিডিএস সেন্টার গুলির পরিকাঠামোর উন্নয়ন, পড়াশুনোর ও‌ খাবারের মান বৃদ্ধি সহ আইসিডিএস কর্মীদের সুবিধা-অসুবিধা, অভাব অভিযোগ নিয়েও এদিন আলোচনা হয় বলে জানান কিরিটি বাবু । এ দিনের বৈঠকে ব্লকের প্রায় সাড়ে চার’শ জন আশা কর্মী ও আইসিডিএস কর্মী যোগ দিয়েছিলেন বলে দলের সূত্রে জানানো হয় ।এদিনের এই অনুষ্ঠানে যোগ দেওয়া আইসিডিএস কর্মী গোপা ব্যানার্জি জানান, সংগ্রামী যৌথ মঞ্চের নামে যারা আইসিডিএস কর্মীদের নিয়ে লড়াই করছেন তারা তাদের সঙ্গে নেই, তিনি বলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ তাদের সুবিধা অসুবিধা কথা শুনলেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশা দিয়েছেন বলে জানান তিনি।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *