শুকনো পাতায় লাগা আগুন, নাকি শাসকদলের কর্মীদের পরিকল্পিত আগুনে পুড়ল বিজেপির অস্থায়ী কার্য্যালয়? রাজনৈতিক তর্জা দুর্গাপুরে

দুর্গাপুর, ২১ এপ্রিল : প্রবল খরতাপে জ্বলছে গোটা বাঙলার বেশিরভাগ জেলা।সতর্কতা আবহাওয়া দপ্তরের।সেই সময় দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পাম্প হাউস মোড়ে বিজেপির একটি কার্য্যালয় আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ প্রবল আকার ধারণ করল।বিজেপির অভিযোগ এই কার্য্যালয়ে ২০২১ সালেও আগুন লাগানো হয়েছিল, আবারও পরিকল্পিতভাবে শাসকদলের লোকেরা আগুনে পুড়িয়ে দিল এই কার্য্যালয়।অন্যদিকে শাসকদলের পালটা প্রতিক্রিয়া,”” বিজেপির হার নিশ্চিত।

কোনও ইস্যু নেই আর।তাই শুকনো পাতায় আগুন লেগে বাঁশের কার্য্যালয় পুড়ে যাওয়ার ঘটনাকে তারা আমাদের ঘাড়ে চাপিয়ে ইস্যু খুঁজতে নেমে পড়েছে।””

আগামী ১৩ ই মে পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলার লোকসভা আসনগুলোর নির্বাচন।দিন যত এগিয়ে আসছে রাজনৈতিক তর্জা ততই বাড়ছে বিজেপি ও এরাজ্যের শাসকদলের নেতা-কর্মীদের মধ্যে।বিজেপির দুর্গাপুর পুর্ব বিধানসভার ৩ নম্বর মন্ডলের সভাপতি প্রবীর রায়ের অভিযোগ, “” এর আগে ২০২১ সালে বিজেপির এই কার্য্যালয়ে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় শাসকদলের দুষ্কৃতীরা।এবার দিনের বেলায় পার্টি অফিস আগুন লাগিয়ে দেয় তৃণমূলের গুন্ডারা, এ ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডে আমাদের প্রার্থীর সমর্থনে লাগানো ব্যানার, পোষ্টার ছিঁড়ে দিচ্ছে শাসকদলের নেতা-কর্মীরা। আমরা এর শেষ দেখে ছাড়ব।আবার ঘটনাস্থলে এসে পুলিশ বলছে এই পার্টি অফিসে তো কেও ছিলনা।পুলিশের কথামত সবসময় পার্টি অফিসে লোক রাখতে হবে।এ কেমন নিয়ম?আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো।।””
দুর্গাপুরের বিধাননগরের পাম্প হাউস মোড়ের কাছে আগুনে ভশ্মিভূত বিজেপির পার্টি অফিস।খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে, ছুটে আসে নিউটাউনশিপ থানার পুলিশ, আসেন বিজেপি কর্মীরা। উত্তেজিত বিজেপি কর্মীরা এরপর তৃণমূল আর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে দেয়। অভিযোগ তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত, বর্ধমান দুর্গাপুর আসনে হার নিশ্চিত জেনেই তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরী করছে বলে অভিযোগ। যদিও বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে বিজেপির পার্টি অফিসে আগুন লাগার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র উত্তেজনার পারদ আরো চড়ে, নির্বাচন কমিশনের দ্বারস্থ তারা হচ্ছেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। যদিও দমকল কর্মীরা আগুন লাগার নিশ্চিত কারণ হিসেবে কিছু জানাতে পারেনি। এইদিকে এই ঘটনায় নিউ টাউনশিপ থানার পুলিশের ভূমিকা নিয়েও সরব হো বিজেপি নেতৃত্ব। যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে দল লাগাতার আন্দোলনে নামবে বলে হুশিয়ারী দিয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর পাম্প হাউস এলাকায়।তবে ওই পার্টি অফিস ছাড়াও আশপাশের শুকনো পাতাতেও ভয়াবহ আগুনের ছবি ধরা পড়ে ক্যামেরায়।তৃনমুল নেতা উত্তম মুখোপাধ্যায় দাবী করেন,””শুকনো পাতায় লাগা আগুন থেকেই বাঁশের তৈরি বিজেপির পার্টি অফিসে আগুন লেগেছে বলে জানি।আসলে লড়াই এর ময়দানে ওদের হাতে ইস্যু নেই।তাই এই ঘটনাকে নিয়ে মা-মাটি-মানুষের দলকে কলঙ্কিত করতে চেয়ে এসব নাটক করছে।ওখানকার সাধারণ মানুষ যারা তারা দেখেছেন প্রকৃত আগুন লাগার কারন।তারা বিজেপির এই নাটক দেখে ছি:ছি:করছেন।এর প্রভাব বিজেপি টের পাবে ফলাফল ঘোষনার দিন।””

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *