শাহী সফর শিল্পাঞ্চলে

দুর্গাপুর, ৫ মে: আগামী ১৩ ই মে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার সহ রাজ্যের আরও বহু গুরুত্বপূর্ণ জেলায় নির্বাচন। যতদিন এগিয়ে আসছে পশ্চিম বর্ধমান জেলায় প্রচারের ঝাঁঝ ততই বাড়ছে। আনাগোনা বাড়ছে দুর্গাপুরে। রবিবার রাতে দুর্গাপুরে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নরেন্দ্র মোদি সরকারের সেকেন্ড ম্যান ইন কম্যান্ড সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী রাত্রি সাড়ে দশটা নাগাদ অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর সড়কপথে সোজা আসবেন দুর্গাপুরের সিটি সেন্টারে বেসরকারি তিনতারা হোটেলে। উল্লেখ্য তার ঠিক ১০০ মিটার দূরেই অন্য একটি বেসরকারি তিন তারা হোটেলে আজ বেশ কয়েকদিন ধরেই আছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখান থেকে মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার কাজে অংশ নিচ্ছেন। আজ মুখ্যমন্ত্রীর পাশেই প্রচার কার্যে আসছেন অমিত শাহ। নির্ধারিত সময় অনুযায়ী ১০ বেজে ৪৫ মিনিটে ওই হোটেলে ঢোকার পর কিছুক্ষণ বিশ্রামের পর রাত বারোটা থেকে অমিত শাহ বিশেষ বৈঠক করবেন বিজেপির রাঢ়বঙ্গের ছয়টি সংগঠনিক জেলার বিজেপির কার্যকর্তাদের সাথে। বীরভূমের বোলপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ও বাঁকুড়া সদর এবং পূর্ব বর্ধমান সদর, পূর্ব বর্ধমান এবং আসানসোল গেরুয়া শিবিরের সাংগঠনিক জেলার কার্যকর্তাদের সাথে বেসরকারি হোটেলে বৈঠক শুরু হওয়ার কথা রাত বারোটা থেকে। রবিবাসরীয় সকাল থেকেই দুর্গাপুরের City Centre এর শহীদ ক্ষুদিরাম সরণী একেবারে ব্যস্ততম রাস্তা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই রাস্তার পাশেই মাত্র ১০০ মিটার ব্যবধানে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কড়া নিরাপত্তা বেষ্টনী এই রাস্তায়। উল্লেখ্য ২০২১ সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারির হয়ে প্রচারে এলেও শিল্প শহর দুর্গাপুরে এই প্রথমবার আসছেন অমিত শাহ। সোমবার সকালে তিনি প্রথমেই যাবেন দুর্গাপুরের বেনাচিতিতে ভিড়ঙ্গি শ্মশান কালী মন্দিরে পুজো দিতে। সেখান থেকে সড়কপথে তুমি সোজা চলে যাবেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন তিলক রোড ময়দানে। সোমবার সকাল ১০ টায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করবেন। এরপর দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে থাকা হেলিকপ্টারে চড়ে তিনি রওনা দেবেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর থেকে দমদম হয়ে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। দুর্গাপুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে বহু রাষ্ট্রায়াত্ত্ব সংস্থা বন্ধ হয়ে গেছে । বর্তমানে যে রাষ্ট্রায়াত্ত্ব সংস্থাগুলি চালু আছে সেগুলিতেও আধুনিকীকরণের জোরালো দাবি উঠেছে। অমিত শাহ শিল্পনগরী দুর্গাপুরে কি বার্তা দিয়ে যান তা জানার জন্য উৎসুক দুর্গাপুরের শ্রমিক মহল।.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *