শাহী সফর দুর্গাপুরে, ঘিঞ্জি বেনাচিতি বাজারে শাহী শো র ছাড়পত্র কি দেবেন সুরক্ষা বাহিনী??

দুর্গাপুর, ২৭ এপ্রিল : দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক উৎসব লোকসভা নির্বাচন। নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চতুর্থ দফায় দেশের বিভিন্ন রাজ্যের সাথে সাথে এরাজ্যের বেশ কিছু জেলার পাশাপাশি নির্বাচন হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার তিনটি আসনে। বর্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জমজমাট লড়াই। অংকের বিচারে গতবার এই কেন্দ্রে বাজিমাত করেছিল গেরুয়া শিবিরের প্রার্থী এসএস আলুওয়ালিয়া।কিন্তু দীর্ঘ পাঁচ বছরের পরিবেশ পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে।

“” বামের ভোট রামে যাওয়া “”,”” রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ “”,””কেন্দ্রে মোদি সরকারের পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ “”,””নিত্য প্রয়োজনীয় সামগ্রীর এবং বিভিন্ন ঔষধের লাগামছাড়া মূল্যবৃদ্ধি “”,””পেট্রোল, ডিজেল সহ জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি “”গত পাঁচ বছরে এরকম অনেক ইস্যু উঠে এসেছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবারের লড়াই জমজমাট। একদিকে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষ অন্যদিকে এই কেন্দ্রে শাসকদলের তুরুপের তাস প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা দাপুটে সংসদ কীর্তি আজাদ, বাম দলগুলি কংগ্রেস এবং আরজিডি মনোনীত প্রার্থী প্রাক্তন অধ্যক্ষ ড: সুকৃতি ঘোষাল। দিলীপ ঘোষের হয়ে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই জানা গেল দলীয় সূত্রে।দুর্গাপুরের বেনাচিতি ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত আগামী ৩০ এপ্রিল রোড শো করবেন অমিত শাহ এমনটাই জানা গেছে। আসানসোলের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার হয়েও রোড শো করার কথা অমিত শাহের। কিন্তু দুর্গাপুরের বেনাচিতি বাজার অত্যন্ত ঘিঞ্জি বাজার। সেই বাজারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো আদৌ কি এনএসজির ও এসপিজির ছাড়পত্র পাবে? স্বরাষ্ট্রমন্ত্রী সুরক্ষা বলয় অত্যন্ত আঁটোসাটো থাকে। বেনাচিতি বাজারের মত ঘিঞ্জি বাজারে স্বরাষ্ট্রমন্ত্রীর রোড শো আদৌ কি সম্ভব?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *