দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারী : ৩৮ লক্ষ টাকা নিয়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় স্টেশনে নামেন মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা রমেশচন্দ্র মহান্তি। ট্রেন থেকে স্টেশনে নামতেই ৩৮ লক্ষ টাকা সহ ওই ব্যাক্তিকে অপহরণ করে ৪ চাকার গাড়িতে চাপায় দুই দুষ্কৃতি। তারপরেই দুষ্কৃতীরা মধ্যপ্রদেশের বাসিন্দা রমেশচন্দ্র মহান্তিকে নিয়ে ১৯নং জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় কাঁকসা থানার পুলিশ ধরে ফেলে গাড়িটিকে।
দুই অপহরণকারীকে আটক এবং ৩৮লক্ষ টাকা সহ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে কাঁকসা থানায় নিয়ে যায়। সূত্রের খবর দুই দুষ্কৃতি, রাজা বিশ্বকর্মা ও শিবম নামদেও মধ্যপ্রদেশের বাসিন্দা। কি উদ্দেশ্যে রমেশচন্দ্র মাহান্তিকে অপহরণ করল দুষ্কৃতীরা? ব্যবসায়ীর কাছে থাকা নেওয়ার জন্য নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য? পুরো ঘটনা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।