দুর্গাপুর, ২৭ মে: রেমাল আতঙ্কে যখন গোটা রাজ্য। সকাল থেকে যখন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট। সেই বৃষ্টি ভেজা সকালেই হু হু করে বের হচ্ছে কালো ধোঁওয়া। দুর্গাপুর স্টেশন বাজারের একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
পার্শ্ববর্তী দোকানের এক কর্মী তরুণ রুইদাস বলেন,”তাঁরা দোকান খোলার পর দেখতে পান ওই দোকানের সুইচ বোর্ড থেকে আগুন বের হচ্ছে। খবর দেন ওই দোকানের মালিককে। তারা হাত লাগিয়ে দোকানের জিনিসপত্র খালি করেছেন। তবুও ভেতরে থাকা বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।””গতকাল বিকেল থেকেই দুর্গাপুরে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সকাল থেকেই একটানা ঝিরঝিরে বৃষ্টির দাপট শিল্প শহর দুর্গাপুরে। তার সঙ্গে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়া। সেই সময় দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার দুর্গাপুর স্টেশন বাজারের এই বস্ত্র বিপনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। বৃষ্টির জেরে দমকল বিভাগের কর্মীদের কাজ করতে বেশ বেগ পেতে হল। দমকল বিভাগের কর্মীরা দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়েও আগুনকে কাবু করতে পারেনি। বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই আগুন আশপাশে দোকানগুলিতেও ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে তাই বৃষ্টি ভেজা দিনে দুর্গাপুর স্টেশন বাজারে এই অগ্নিকাণ্ডের জেরে ওই বস্ত্র বিপনীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ভালো বলেই মনে করা হচ্ছে।