রিসিভার বেসড তদন্তে নেমে বিরাট সাফল্য পুলিশের, উদ্ধার প্রচুর বাইক ও মোবাইল

দুর্গাপুর,২৬ ডিসেম্বর : দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ “”রিসিভার বেসড””তদন্তে নেমে ওই থানা এলাকার ক্ষুদিরাম কলোনীর বাসিন্দা উজ্জ্বল পারামানিককে বুধবার গ্রেপ্তার করে। কে এই উজ্জ্বল পারামানিক? আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ(পুর্ব) অভিষেক গুপ্তা জানালেন “”এই উজ্জ্বল পারামানিক আসলে হচ্ছে একজন রিসিভার।চুরির বাইক মোবাইল সহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র কিনে অন্য গ্রাহকদেরকে কম দামে বিক্রি করাই এর আসল কাজ।””কিন্তু উজ্জলের বাড়িতে থাকা ৬০ টি মোবাইল ফোন ও ১৬ টি বাইক দেখে কোকওভেন থানার পুলিশের চোখ কপালে ওঠে। নতুন বছর শুরু হওয়ার আগে বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। বৃহস্পতিবার উজ্জ্বল পারামানিককে দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এবার খোঁজা শুরু হবে কারা কারা কোথা থেকে কিভাবে এই বাইক এবং মোবাইল ফোনগুলি তার কাছে নিয়ে আসছিল।

আসলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পুলিশ কর্মীরা এবার বাইক লিফটিং ও মোবাইল ছিনতাই এর ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে তা জানতেই এই”” রিসিভার বেসড””তদন্তে নামেন।আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠিত হওয়ার পর আসানসোল ও দুর্গাপুর এই দুই মহকুমার ১৬ টি থানায় এলাকায় বাইক চুরি সহ বিভিন্ন ছোটখাটো চুরির ঘটনা লাগাতার ঘটতে থাকছিল।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে পুলিশের বিশেষ টিম এই অপরাধের মূল কারণ কি? এবং কাদেরকে বাগে আনতে পারলে এই ধরনের অপরাধ বন্ধ হবে এমন চিন্তা ভাবনা শুরু করে। আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী নির্দেশে পুলিশ বাইক ও মোবাইল চুরির ঘটনার তদন্তে নামে। পরিকল্পনামাফিক রিসিভার বেসড তদন্তে নামে পুলিশ।এই চুরির নেপথ্যে কারা? অধিকাংশ ঘটনা তে দেখা যেতে থাকে যে ড্রাগের নেশায়, বা অন্যান্য মাদকদ্রব্যের নেশায় আসক্ত যারা তারাই বেশিরভাগ এই চুরির ঘটনাগুলির সাথে জড়িত।

তাই পুলিশ কমিশনারের নির্দেশে এই ধরনের অপরাধের সাথে যুক্ত গ্রেপ্তার হওয়া নেশাগ্রস্ত চোরদের প্রথমেই পাঠানো হতে থাকে নেশা মুক্তি কেন্দ্রে। সেখানেই তাদেরকে রাখা হয় দীর্ঘদিন। পুলিশের উদ্দেশ্য সাময়িক তাদেরকে সংশোধনাগরে রেখে এই ধরনের চুরি বন্ধ করা যাবে না। তাই তাদেরকে নেশা মুক্ত করতে পারলেই এই চুরি চিরতরে বন্ধ হবে। কোকওভেন থানার পুলিশের এই সাফল্য নিয়ে বড়দিনের সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এমন কথায় জানালেন dcp পূর্ব অভিষেক গুপ্তা। কোকোওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার নিজেদের থানা এলাকারই ক্ষুদিরাম কলোনী এলাকার দুর্গা মন্দির সংলগ্ন উজ্জল পারামানিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্তর বাড়ি থেকে ৬০ টি মোবাইল, ১৬ টি বাইক উদ্ধার করে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশের লক্ষ্য এখন একটাই চুরির ঘটনার কিনারা করতে গিয়ে শুধুমাত্র চোর কে ধরে সাময়িক সংশোধনাগরে পাঠানো নয়। এই চুরির কারণের মূল শিকড়কে মাটি থেকে উপড়ে ফেলায় প্রধান উদ্দেশ্য আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের।কোপ ওপেন থানার পুলিশের এই সাফল্যকে কুর্নিশ জানাই।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ