দুর্গাপুর, ২২ জানুয়ারি : রাম মন্দিরের উদ্বোধন এবং সংহতি যাত্রা ঘিরে রাজ্যজুড়ে শোভাযাত্রা এবং পূজার্চনা চলছে।দুর্গাপুর মহকুমা আদালতের নিচে ন্যাশনাল ল-ইয়ার ফোরামের আইনজীবীরা রামের প্রতিকৃতি পুজা করে লাড্ডু বিতরণ করলেন।শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বৈদিক মন্ত্রচারণে মুখরিত হল আদালত চত্বর । বিভিন্ন জায়গায় যানজটের এবং যাতায়াতের সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যায় পড়ে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনরা যদি মহাকুমা আদালতে হাজিরা দিতে না পারেন তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা দুর্গাপুর মহকুমা আদালতের বার এসোসিয়েশনের। এই সমস্যার কথা মাথায় রেখে হাজিরা দিতে না পারলেও জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনদের ওয়ারেন্ট বের হবে না। দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী পূজা কুরমি জানান, “অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে দেশজুড়ে ধর্মীয় অনুষ্ঠান এবং শোভাযাত্রার আয়োজন চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও সর্বধর্ম সমন্বয়ে সংহতি যাত্রার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাস্তাঘাটে যাতায়াত সমস্যায় পড়তে হতে পারে বিচারের আশায় দুর্গাপুর মহকুমা আদালতে আসতে গিয়ে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীননদের। সেই জন্যই বার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এদিন যদি কেউ আসতে না পারেন তাহলে তাঁদের উপর কোন ওয়ারেন্ট বের হবে না।” দুর্গাপুর মহকুমা আদালতের অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই বলেন, “সকাল থেকেই স্বাভাবিকভাবেই চলছে এই মহকুমা আদালতের কাজকর্ম। আইনজীবীরা বার এসোসিয়েশনের আবেদন করেছিলেন সমস্যায় পড়ে যদি তাঁরা আদালতে আসতে না পারেন তাহলে জামিনে মুক্তি পাওয়া বিচারাধীনদের যাতে ওয়ারেন্ট না বের হয় সেই ব্যবস্থা করার। সেই সমস্যার কথা তুলে ধরা হয়েছে বিচারকদের কাছে। তবে সকাল থেকে এখনো কোনো সমস্যা দেখা দেয়নি বলেও তিনি জানান।
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায় সামিল দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। মহকুমা আদালতেই শঙ্খ ধ্বনি উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে করলেন রামের পুজো। বিতরণ করলেন লাড্ডুও। দুর্গাপুর মহকুমা আদালতের ন্যাশনাল ল-ইয়ার ফোরামের আইনজীবীরা এই পুজোর আয়োজন করেন। তাঁরা বলেন অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠাতে তারাও সামিল হয়েছেন এখান থেকেই।