‘রামের থেকে প্রধানমন্ত্রীর ছবি বিশাল বড়! রামের মন্দির না প্রধানমন্ত্রীর মন্দির বোঝা দায়’, দুর্গাপুর থেকে বাম ছাত্রনেত্রী দীপ্সিতা ধর

দুর্গাপুর, ২২ জানুয়ারি : হিন্দু কৃষক মরলে কোন কথা বলেন না, আর নির্বাচনের আগে রাম মন্দিরের নামে ভোট আদায় করতে চান হিন্দু প্রধানমন্ত্রী দুর্গাপুর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণে বাম ছাত্রনেত্রী দীপ্সিতা ধর। দুর্গাপুরের এবিএল লেলিন পার্কে লেলিনের মৃত্যুর ১০০ তম বর্ষে ‘বামপন্থাই বিকল্প’আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাম ছাত্রনেত্রী দীপ্সিতা ধর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার সহ বাম নেতৃত্ব। ছাত্রনেত্রী দীপ্সিতা ধর বলেন, “রাম মন্দির এখনো সম্পূর্ণ হয়নি হিন্দু শাস্ত্রের যারা ধারক এবং বাহক তারাই বলছেন অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু উনি একজন ধার্মিক মানুষ হয়েও অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করছেন কেন। কারণ নির্বাচনের আগে নরেন্দ্র মোদিকে দেখাতে হবে তিনি রাম মন্দির তৈরি করেছেন, না হলে তিনি ভোট পাবেন না। রাম মন্দিরে রামের ছবির থেকে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে বিশাল বড়। বোঝাই যাচ্ছে না এটা রামের মন্দির না প্রধানমন্ত্রীর মন্দির। প্রধানমন্ত্রীরা আরএসএস রা রাজনীতির হিন্দুত্ব তৈরি করছেন। যেখানে বিশ্বাস কম রাজনীতি বেশি। ধর্মের নামে এই ধরনের নিকৃষ্ট কাজ এর আগে কোনদিন হয়নি বলেও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। এদিকে রাজ্যজুড়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়েও সিপিআইএমের ছাত্র নেত্রী দীপ্সিতা ধর কটাক্ষ করে বলেন এই মিছিলে যদি পার্থ চট্টোপাধ্যায় আর শেখ শাহজাহান থাকতো তাহলে ভালো লাগতো। তিনি বলেন সিপিআইএম লড়ছে ধর্মের রাজনীতির বিরুদ্ধে। মানুষের চাকরির দাবিতে দু’মুঠো অন্যের দাবিতে তাঁরা লড়ছেন। মানুষের কাছে তুলে ধরছেন কেন্দ্র এবং রাজ্যের অপপ্রচারের কথা।”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *