মৌমাছির কামড়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু মৃত্যু!! পুলিশের সাথে ধস্তাধস্তি

দুর্গাপুর, ৩ সেপ্টেম্বর : চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। পুলিশের সাথে ধস্তাধস্তি চিকিৎসকদের সাথে বচসা, নার্সদের ধাওয়া উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের রেল কলোনি এলাকার বছর দুইয়ের শিশু বর্ষা রায় মৌমাছির হুলে বিদ্ধ হয়। সোমবার আশঙ্কাজনক বর্ষাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারকে জানানো হয় বর্ষার মৃত্যু হয়েছে। তারপরেই হাসপাতালের ভেতর ঢুকে শিশুকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।

শুরু হয় চিকিৎসকদের সাথে বচসা। নার্সদের ধাওয়া করে পরিবার পরিজনের। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ, শুরু হয় ধস্তাধস্তি। মৃত শিশুর দিদিমা শিবানী সিংহ অভিযোগ করেন,”মৌমাছির হুলে বিদ্ধ হয়ে আমাদের ছোট্ট শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ শিশুটিকে দেখতে চাইলে আমাদের সাথে দুর্ব্যবহার করে চিকিৎসকরা। আজ সন্ধ্যায় বলছে শিশু মারা গেছে। যেই চিকিৎসক এই ঘটনা ঘটিয়েছে তার আমরা শাস্তি চাইছি।”এই বিষয়ে হাসপাতালের সুপার ডা: ধীমান মন্ডল এই বিষয়ে কোনও কথায় বলতে চাইনি।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *