মোছা হয়েছে মেঝেতে রক্ত! বাথরুমে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধারে ‘খুনের’ আশঙ্কা প্রতিবেশীদের

দুর্গাপুর, ১১ মে: বাথরুমে পড়ে আছে মা। ছেলের কথা শুনে প্রতিবেশীরা বাড়ির ভেতর পৌঁছে রক্তাক্ত অবস্থায় প্রৌঢ়াকে পড়ে থাকতে দেখে চোখ কপালে ওঠে। দুর্গাপুরের ধুনরা প্লট সংলগ্ন সত্যজিৎ পল্লীতে ছড়িয়ে যায় ব্যাপক চাঞ্চল্য। মৃতা প্রৌঢ়ার নাম গোলাবী দেবী(৭৫)। স্থানীয় সূত্রের খবর, ওই বাড়িতে ছেলে রাজেন্দ্র কুমার সাউ, বৌমা উমাদেবী সাউ এবং এক নাতির সাথেই থাকতেন গোলাবী দেবী । তবে প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। সেই অশান্তির জেরেই মৃত্যু। স্থানীয় এক মহিলা বলেন,”প্রায় দিন অশান্তি লেগেই থাকতো। বাড়ির ভেতর থেকে চাচীর কান্নার আওয়াজও আসতো। এই মৃত্যু সাধারণ মৃত্যু নয়। বাথরুমে পড়ে মৃত্যু হলে এত রক্ত পড়ে থাকতে পারে না। খুন করা হয়েছে বলেও আমাদের আশঙ্কা।”” আরেক বাসিন্দা রঞ্জিত সাউ বলেন,”মৃতা প্রৌঢ়ার ছেলে কাজে গিয়েছিলেন। নাতিও কাজে ছিল। বাড়িতে বৌমা এবং গোলাবী দেবী ছিলেন। প্রৌঢ়ার ছেলে বাড়ি ফিরে এসে তাদের খবর দেয়।

তারা বাড়িতে গিয়ে দেখেন উপুড় হয়ে পড়ে আছেন গোলাবী দেবী। কাপড়ে, ব্লাউজে রক্ত লেগেছিল বাড়ির মেঝেতেও পড়েছিল রক্ত। সেই রক্ত মোছা হয়েছে বোঝাও যাচ্ছিল। রক্তের গন্ধও পাচ্ছিলেন। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন।দুর্গাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।” পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এবং ময়নাতদন্তের পরেই আসল কারণ জানা যাবে বলেও জানান দুর্গাপুর থানার আধিকারিকরা।পুলিশের পক্ষ থেকে যদিও বলা হয় আরও যে, “” ওই প্রৌড়ার মুখে জোরালো আঘাত লাগে।প্রচুর রক্তক্ষরণ হয়েছে।””আপাতত ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ।তারপরই এই রহস্যমৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *