দুর্গাপুর, ২৪ জানুয়ারি : দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে তিনটি নতুন সেতুর পেতে চলেছে গলসি ১ বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ বিধানসভা কেন্দ্রের বুদবুদ থানার অন্তর্গত চাকতেতুল পঞ্চায়েত ও লোহা কৃষ্ণরামপুর পঞ্চায়েতে এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের এলাকার সেচ ক্যানেল এর উপর যে সেতুগুলো আছে সেগুলি বহু পুরাতন এবং বিপজ্জনক হয়ে রয়েছে। প্রতিদিন প্রাণে ঝুঁকি নিয়ে এই সেতুর উপর দিয়ে যাতায়াত করতে হয় বহু মানুষকে। শুধু পূর্ব বর্ধমানই নয় পশ্চিম বর্ধমান এমনকি দামোদর নদের ওপারে বাঁকুড়া জেলারও বহু মানুষ এই পথ দিয়ে পানগড়ে আসতে হয়। এই সংকীর্ণ সেতু থাকার ফলে পরিবহনের একটা বড় সমস্যা ছিল। ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে হতো মানুষকে। সমস্যায় পড়তে হতো পড়ুয়াদের ব্যবসায়ীদের এবং এলাকার মানুষদের । এই তিনটি সেতু তৈরি হওয়ার ফলে শুধু মানুষের যাতায়াতে সুবিধায় হবে না অর্থনৈতিক ও একটা বড় পরিকাঠামো হয়ে দাঁড়াবে এই এলাকার। গলসি এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ চক্রবর্তী জানিয়েছেন রাজ্য সরকার প্রায় ১৫ কোটি টাকা খরচা করে তিনটি নতুন সেতু তৈরি করেছেন যা মানুষের খুবই উপকৃত হবে। নতুন বছরে নতুন সেতু পেয়ে খুশি তিন জেলার মানুষ।এই তিনটি সেতু চালু হওয়ার কারনে ব্যবসায়িক উন্নতি হবে তিনটি জেলার বাসিন্দাদের।আগে বাঁকুড়ার বাসিন্দাদের পশ্চিম বর্ধমান এবং এই জেলার বাসিন্দাদের বাঁকুড়া জেলা যাতায়াতের জন্য কাঁকসার রণডিহা দিয়ে দামোদর নদের ওপরে চেক ড্যাম হয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হত।এবার আর সেই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে হবে না।