দুর্গাপুর, ১ এপ্রিল : ‘””দেখুন মানুষের বাড়ি হচ্ছে। বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি তৈরি হচ্ছে। কিছু অন্যায় হয়েছে। আর এই অন্যায় কাজে আমাদের পঞ্চায়েতের যারা যারা যুক্ত ছিল লক্ষ্য করে দেখুন তাদেরকে আমরা কচুকাটা করে দিয়েছি। আর আমরা তাদেরকে টিকিট দিইনি “”পাণ্ডবেশ্বর এর কেন্দ্রা অঞ্চলে কর্মী সভায় এইভাবেই নিজের বক্তব্যে নিজের দলের একশ্রেণির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তোপ দাগলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে । তবে তিনি তার বক্তব্যে আরও বলেন যে, সিপিআইএমের সময় এত টিভি চ্যানেল,সোশ্যাল মিডিয়া ছিলনা তাই মানুষ সব কথা জানতে পারত না ।
এরপরেই নরেন চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “”মাত্র আড়াই বছরে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা ১৩ কোটি বেশি টাকার কাজ করেছেন। কি কি কাজ করেছেন তার হিসাব দিয়ে পুস্তিকা প্রকাশ করেছেন। আর পাশেই দুর্গাপুরে দেখুন বিজেপির সাংসদ এবার আর টিকিট না পেয়ে হাওয়া হয়ে গেছেন। এরা হচ্ছে ক্যারাম বোর্ডের গুটির মতো টিকিটের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ান।