বর্ধমান, ৪ জুন: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোট গণনা কেন্দ্র ইউনিভার্সিটি ইন্সিটিউট অফ টেকনোলজির বাইরে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রবল উচ্ছ্বাস কীর্তি আজাদের লক্ষাদিক ভোটে এগিয়ে যাওয়ার কারণে। ডিজে বাজিয়ে, বাজি পটকা ফাটিয়ে সবাই সবুজ আবির পরস্পর পরস্পরকে মাখিয়ে দিয়ে যখন প্রবল উচ্ছ্বাসে মাতোয়ারা সেই সময় ঘটে গেল একটি অনভিপ্রেত ঘটনা।সিপিআইএমের এক স্থানীয় কর্মী আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের দ্বারা বলে অভিযোগ। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। সুপ্রিয় বিশ্বাস নামের ওই সিপিআইএম কর্মী একজন সাধারণ ঠিকা কর্মী বলে জানা গেছে। তার অভিযোগ যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রবল উচ্ছ্বাসে মেতে উঠেছেন তখন আমি সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে বাঁশ, লাঠি দিয়ে মারা হয়। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “”অনভিপ্রেত আক্রমণ। আমাদের কর্মী সুপ্রিয় বিশ্বাস কোনভাবেই কারো সাথে কোন প্ররোচনামূলক কথাবার্তা বলেনি। তা সত্ত্বেও তার ওপরে আক্রমণ। যেখানে সুপ্রিয় কে মারা হল তার কাছেই ছিল পুলিশ। “”তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যদিও অস্বীকার করে বলা হয় “”সিপিএম এ রাজ্যে ইতিমধ্যেই শূন্য হয়ে গেছে। তাদের কর্মীকে মারধর করার প্রয়োজনীয়তা কি? মানুষের কাছে শাসকদলকে বারবার কলঙ্কিত করার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। “”উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয়, বদল চাই এমন ডাক দিয়েছিলেন 2011 তে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর। কিন্তু সিপিআইএম কর্মীর ওপর আক্রমণের পরে দলীয় নেতৃত্ব তাদের কর্মীদেরকে কি বার্তা দেন এখন সেটাই দেখার।।