মন্দারমনি থেকে তিন বন্ধুর নিথর দেহ ফিরল দুর্গাপুরে

দুর্গাপুর, ১৮ জুলাই: মন্দারমনিতে তলিয়ে মৃত্যু তিন যুবকের দেহ ফিরলো দুর্গাপুরে। শোকস্তব্ধ এলাকা। বুধবার রাতেই হলো শেষকৃত্য। রবিবার রাতে দুর্গাপুর থেকে ৬ বন্ধু মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার সকালে মন্দারমনির সি কুইন হোটেলে ওঠেন ৬ বন্ধু মিলে। মঙ্গলবার সকালে মন্দারমনি সমুদ্রে স্নান করতে নামে তাঁরা। তখন স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যায় ৩ বন্ধু। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। ও পুলিশ। ততক্ষণে দুজনের মৃত্যুই হয় তলিয়ে।

মৃতদের নাম সমর চক্রবর্তী, বয়স ৩৫ বছর দুর্গাপুরের ইস্পাত নগরীর এস.এন বোস এলাকার ও কৌশিক মণ্ডল বয়স ৩২ ভিড়িঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। ঋত্বিক বড়াই নামের আরও এক যুবকের বাড়ি কাইজার লেন বেনাচিতি এলাকায়। বহু খোঁজাখুঁজির পরে ঋত্বিকের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন। অন্যদিকে অপরজন কৌশিক মণ্ডল বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থা তে চাকরি করতেন। এই ঘটনার পর থেকে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। বুধবার রাতে অ্যাম্বুলেন্সে করে তিনজনেরই দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে। মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসীরা। তারপরেই দুর্গাপুরের শ্মশানে দাহ করা হয় তিনজনের দেহ।বুধবার রাতে যখন তিনজনের নিথর দেহ ফেরে দুর্গাপুরে ঠিক সেই সময় এই এলাকাগুলিতে শোকস্তব্ধ পরিস্থিতি নেমে আসে। তিনটি তরতাজা প্রাণ অকালে চলে যাওয়ার কারণে দুর্গাপুর জুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃতদেহগুলি দাহ করা হয় দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে। দুর্গাপুর থানা এলাকার এই তিন যুবকের মৃত্যুর পরে আদৌ কি সচেতনতার বার্তা পৌঁছাবে যুবকদের মনে?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *