দুর্গাপুর, ১ জুন:দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সংশোধনাগার থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার কথা বলেছিলেন, তারপরে এরাজ্যের মুখ্যমন্ত্রী বারবার গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথাও বলেছেন সেই প্রসঙ্গে বলতে গিয়ে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী কে খোঁচা দিয়ে বলেন,”” মনের মধ্যে যদি পাপ থাকে, তাহলে ভয় তো পাবেন।যদি অন্যায় না করে থাকেন কেও কিছু করবে না।আইন আছে, আইন দেখবে। আর অন্যায় করলে কেও বাঁচাতে পারবে না।”” সপ্তম দফার সাথে সাথে লোকসভা নির্বাচন শেষ আজ।এবার ৪ জুন ফল ঘোষণা।
পানাগড়ে একটি বেসরকারি হোটেলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পক্ষ থেকে যারা গননা কর্মী হিসাবে যাবেন তাদের নিয়ে গুরুত্বপূর্ণ ও ম্যারাথন বৈঠক শুরু করেন দিলীপ ঘোষ সহ বর্ধমান জেলা বিজেপির নেতারা।তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন।আজকের ভোটে হিংসা প্রশঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “”অনেক জায়গাতে হিংসা ছড়ানো হয়েছে।ডায়মন্ডহারবারেও হয়েছে।টিএমসি জিতবেনা বলে আমার ধারণা। কারন মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন ও দিচ্ছেন।”” সম্প্রতি বিজেপির অভিযোগ যে ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার সময় ভোট গননা কেন্দ্রে এরাজ্যের শাসকদলের ভোট কুশলী”” আইপ্যাক””এর কর্মীদের একটা বড় হাত ছিল শাসকদলের ভালো ফলের জন্য।সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,””এবার প্রশাসন ও আমাদের কর্মীরা অনেক সতর্ক।কেন্দ্রীয় বাহিনী কড়া নজর রাখছে।তাছাড়া এই বিষয়ে নতুন আইন আনা হয়েছে।””