ভোটের আগেই শুরু “” জার্সি বদল””

দুর্গাপুর, ৫ মার্চ: পাণ্ডবেশ্বর এবারেও লোকসভা নির্বাচনে জোড়াফুল শিবিরের প্রার্থী শত্রুঘ্ন সিনহার হাত ধরে প্রায় 150 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন বলে দাবী তৃণমূল কংগ্রেসের। পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এই যোগদান কর্মসূচি টি হয়। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখার্জি সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তীর হাত ধরে এই যোগদান টি হয়।এই যোগদান প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় চক্রবর্তী বলেন, বিজেপির সংগঠনে ঘুন ধরেছে।

আমরা দিদির আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। যোগদান প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,”” তৃণমূলের নব জোয়ারের সাথে সাথে পাণ্ডবেশ্বর উন্নয়নের জোয়ার চলছে। তাই এই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।””নির্বাচনের আগে এরকম “” জার্সি বদল”” এখন এরাজ্যের চেনা ছবি।প্রসঙ্গত উল্লেখ্য দেখার যে পশ্চিম বর্ধমান জেলার কোন কোন দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা কোন শিবিরে শেষ পর্যন্ত নাম লেখান।সেই তালিকাও এখন ঘুরছে রাজনৈতিক নেতা-কর্মীদের মুখে মুখে।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *